TRENDING:

Tollywood: ১ মে স্টুডিওপাড়ার কলাকুশলীদের অধিকারের স্বার্থে ফেডারেশনের মেগা মিটিং, কাটবে সব জট?

Last Updated:

এরই মাঝে ফেডারেশনের তরফ থেকে মেগা মিটিং-এর ডাক দেওয়া হল। আগামী ১ মে শ্রমিক দিবস। সেদিনই টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠন ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র অন্তর্ভুক্ত সমস্ত গিল্ড এবং সদস্যরা উপস্থিত থাকবেন এই মেগা মিটিংয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টালিগঞ্জের স্টুডিও পাড়ায় আগামী ১ মে শ্রমিক দিবসে মেগা মিটিং করতে চলেছে ফেডারেশনের সমস্ত কলাকুশলীরা। তাঁদের নিজেদের নানা অধিকার আদায়ের জন্যে, বিশেষ করে কলাকুশলীদের কাজের অধিকার রক্ষার্থে এই মিটিং। সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়তে চাইছে ফেডারেশনের কলাকুশলীরা। আসলে কাদের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে ফেডারেশনের কলাকুশলীরা?
 ১ মে স্টুডিওপাড়ার কলাকুশলীদের অধিকারের স্বার্থে ফেডারেশনের মেগা মিটিং...
 ১ মে স্টুডিওপাড়ার কলাকুশলীদের অধিকারের স্বার্থে ফেডারেশনের মেগা মিটিং...
advertisement

দীর্ঘদিন ধরে পরিচালক-প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের সংঘাত চলছে। আইন আদালত অবধি গড়িয়েছে গোটা বিষয়টি। অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। সংখ্যাগরিষ্ঠ পরিচালকেরা বলেছেন ফেডারেশন তাঁদের স্বাধীনভাবে কাজ করতে দেয় না। অন্যদিকে পরিচালকদের বিরুদ্ধেও ফেডারেশনের একাধিক অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে এই দুই গোষ্ঠীর মধ্যে নানা সমস্যার কথা। আর সেখান থেকেই স্টুডিওপাড়ায় দেখা যায় অচলাবস্থা। সেই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও পরিচালকেরা দাবি করেন, ফেডারেশনের সমস্যা আবার কখনও বেঁকে বসেন উল্টো দিকে থাকা কলাকুশলীরা। পরিচালকরা হাইকোর্টে মামলা করেছেন। যার দুটি শুনানি হয়ে গেছে। পরবর্তী শুনানি ১৯ মে।

advertisement

আরও পড়ুনSudeshna Roy: টেকনিশিয়ানদের অসহযোগিতায় হল না শুটিং, হতাশ সুদেষ্ণা ফেসবুক লাইভে জানালেন ক্ষোভ! প্রকাশ্যে ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্ব?

বুধবার পরিচালক সুদেষ্ণা রায় নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি লাইভ করেন। সেখানে তিনি জানান, ২০ বছর ধরে সঙ্গে থাকা প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরুর মাত্র ছ’দিন আগে হঠাৎ করে কাজ ছেড়ে দেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে ইমেল করে জানান। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এরপর একে একে আরও কয়েকজন টেকনিশিয়ানও ছবিটি থেকে নিজেদের সরিয়ে নেন। ফলে স্তব্ধ তাঁর শুটিংয়ের কাজ।

advertisement

আরও পড়ুনBollywood Super Hit Songs: ছবি মুক্তির আগেই সব গান সুপারহিট! কোটি কোটি টাকা আয় ফিল্মে, এমনই কামাল করলেন মিউজিক ডিরেক্টর

সেরা ভিডিও

আরও দেখুন
বোয়াল মাছ ভাজা ছাড়া পুজো হয় না বালুরঘাটের শ্মশানকালীর, তান্ত্রিক মতে আরাধনা
আরও দেখুন

এরই মাঝে ফেডারেশনের তরফ থেকে মেগা মিটিং-এর ডাক দেওয়া হল। আগামী ১ মে শ্রমিক দিবস। সেদিনই টালিগঞ্জের কলাকুশলীদের সংগঠন ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র অন্তর্ভুক্ত সমস্ত গিল্ড এবং সদস্যরা উপস্থিত থাকবেন এই মেগা মিটিংয়ে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কথায়, ‘এই মিটিং এর উদ্দেশ্য কলাকুশলীদের অবস্থা আরও সচ্ছল করা। তাদের রুটি-রুজির স্বার্থে, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে, তাঁদের কাজের পরিস্থিতি আরও উন্নত করতেই এই মিটিংয়ে আহ্বান।’ এবার দেখার এই মিটিং থেকে সিনে কর্মীদের জন্য নতুন কি উঠে আসে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: ১ মে স্টুডিওপাড়ার কলাকুশলীদের অধিকারের স্বার্থে ফেডারেশনের মেগা মিটিং, কাটবে সব জট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল