আজ, রবিবার একাধিক হল ভর্তি করে দর্শক এই দুটি বাংলা ছবি দেখেছেন। শাহরুখের ‘ডাংকি’র দাপটের মধ্যেও যে বাংলা ছবির জনপ্রিয়তা কমেনি, এর থেকে ভাল খবর আর কীই বা হতে পারে। ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল ছিল, এবং ৪৮টি শো প্রায় হাউজফুল ছিল। অন্যদিকে ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল ছিল, এবং ৩৮টি শো প্রায় হাউজফুল ছিল। এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে ‘বুক মাই শো’-এর সাইট থেকে।
advertisement
তবে শনিবারের হিসেব অনুযায়ী, মিঠুনের থেকে দেব এগিয়ে রয়েছেন বেশ খানিকটা। বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ‘প্রধান’-এর ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং ‘কাবুলিওয়ালা’র ৬.১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। যেই তথ্যে আপ্লুত দেবের ভক্তরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2023 10:47 PM IST