একুশের বিধানসভা নির্বাচনে হারার পর থেকেই ভাঙন দেখা দিয়েছে বিজেপি-র অন্দরমহলে। বিশেষত তারকা কর্মীরা একে একে দল ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পরে অবশ্য ভোটে হেরে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। রাজনীতি নিয়ে আপাতত মাথা না ঘামানোর কথা স্বীকার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।
advertisement
বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন বিজেপির তারকা কর্মী রিমঝিম। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা বাড়িয়েছেন তিনি।
রিমঝিম জানান, বিজেপির কোনও মিছিল, কর্মসূচি নিয়ে তাঁর কাছে খবর থাকে না। দলের কোনও মিটিংয়ের ব্যাপারে কোনও কিছুই জানানো হয় না তাঁকে। তাই যেখানে সম্মান পাবেন সেখানেই রাজনীতি করতে চান বলে স্পষ্ট জানান রিমঝিম। শুধুমাত্র সম্মান, গুরুত্ব না পাওয়ার ক্ষোভেই অনেকে দল ছেড়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।
অভিনেত্রী জানান, কোনও রাজনৈতিক দলে যখন তিনি এসেছেন তখন সে দলের চিন্তাধারায় বিশ্বাস করতে তিনি বাধ্য। কিন্তু বিজেপি-র সঙ্গে যে তাঁর দূরত্ব বাড়ছে তা রিমঝিমের পরের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে তিনি বলেছিলেন, “বন্ধুরা অনেকেই তৃণমূলে গিয়েছেন। আমাকেও ভাবতে হবে।” এবার অভিষেকের মঞ্চে সেই কাজ সেরে ফেললেন তিনি।