TRENDING:

Tollywood Actress Death: থেমে গেল পথচলা! এটাই ছিল বিরাট নেশা...! চরম কষ্ট-যন্ত্রণা নিয়েও কেন শ্যুটিংয়ে আসতেন অসুস্থ বাসন্তী দেবী?

Last Updated:

Tollywood Actress Death: গত ছয়মাস ধরে শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী৷ বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না৷ যার কারণে শ্যুটিংয়েও যেত পারেন নি৷ কিন্তু তাঁর রক্তে ছিল অভিনয়৷ নিজের খরচ জোগাতে শরীর খারাপ নিয়েও শ্যুটিংয়ে আসতেন অভিনেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের নক্ষত্রপতন টলিউডে৷ মঙ্গলবার রাতে প্রয়াত হলেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়৷ মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৮ বছর৷ অভিনেত্রীর মৃত্যুতে বাংলা সিনেমার জগতে বিরাট ক্ষতি৷
News18
News18
advertisement

গত ছয়মাস ধরে শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী৷ বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না৷ যার কারণে শ্যুটিংয়েও যেত পারেন নি৷ কিন্তু তাঁর রক্তে ছিল অভিনয়৷ নিজের খরচ জোগাতে শরীর খারাপ নিয়েও শ্যুটিংয়ে আসতেন অভিনেত্রী৷ ৮৮ বছর বয়সেও তাঁর এই জীবনযুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন তাঁর সহ- অভিনেতা, কলাকুশলীরা৷

আরও পড়ুন-বুড়ো আঙুলের চেয়ে কি পাশের আঙুলটি বেশি লম্বা? কেমন হয় এদের চরিত্র? সৎ না কুচুটে! পায়েই লুকিয়ে আসল রহস্য

advertisement

অভিনেতা ভাস্বরের সঙ্গে পর্দার মায়েরা বাস্তবেও দারুণ সম্পর্ক ছিল৷ যতবার তিনি অসুস্থ হয়েছেন ততবারই তাঁর চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিলেন ভাস্বর৷ তার শেষ সময় যন্ত্রণার কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, শেষের দিকে বড্ড বেশি যন্ত্রণা সহ্য করে গেলেন অভিনেতা৷

আরও পড়ুন-কয়েকশো গুণ শক্তি বাড়ছে…! এক ইশারায় কাঁপবে ত্রিলোক! সূর্যের গোচরে রাজা হবে ৫ রাশি, লাগবে ‘লটারি’, অগাস্টেই ‘মালামাল’ ব্যবসায়ীরা

advertisement

ক্যানসার, কিডনির সমস্যায় দীর্ঘদিন ভোগার পর তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছিলেন৷ না যেতে পারতেন শ্যুটিয়ে, না হত চিকিৎসা৷ সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী৷ অভিনেত্রীর চিকিৎসার ব্যয় বহন করেছিলেন তিনি৷ তাঁর প্রয়াণে ভেঙে পড়ছেন টলি তারকারা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood Actress Death: থেমে গেল পথচলা! এটাই ছিল বিরাট নেশা...! চরম কষ্ট-যন্ত্রণা নিয়েও কেন শ্যুটিংয়ে আসতেন অসুস্থ বাসন্তী দেবী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল