গত ছয়মাস ধরে শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী৷ বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না৷ যার কারণে শ্যুটিংয়েও যেত পারেন নি৷ কিন্তু তাঁর রক্তে ছিল অভিনয়৷ নিজের খরচ জোগাতে শরীর খারাপ নিয়েও শ্যুটিংয়ে আসতেন অভিনেত্রী৷ ৮৮ বছর বয়সেও তাঁর এই জীবনযুদ্ধ খুব কাছ থেকে দেখেছেন তাঁর সহ- অভিনেতা, কলাকুশলীরা৷
advertisement
অভিনেতা ভাস্বরের সঙ্গে পর্দার মায়েরা বাস্তবেও দারুণ সম্পর্ক ছিল৷ যতবার তিনি অসুস্থ হয়েছেন ততবারই তাঁর চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিলেন ভাস্বর৷ তার শেষ সময় যন্ত্রণার কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, শেষের দিকে বড্ড বেশি যন্ত্রণা সহ্য করে গেলেন অভিনেতা৷
ক্যানসার, কিডনির সমস্যায় দীর্ঘদিন ভোগার পর তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছিলেন৷ না যেতে পারতেন শ্যুটিয়ে, না হত চিকিৎসা৷ সেই সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী৷ অভিনেত্রীর চিকিৎসার ব্যয় বহন করেছিলেন তিনি৷ তাঁর প্রয়াণে ভেঙে পড়ছেন টলি তারকারা৷