প্রসঙ্গত স্ত্রী ময়না এবং তাঁদের দুই সন্তানকে নিয়ে পুজোর ছুটিতে তুরস্ক বেড়াতে গিয়েছিলেন সম্রাট৷ সোশ্যাল মিডিয়াতে বেড়ানোর ছবিও পোস্ট করেছেন তিনি৷ তুরস্কে ছুটি কাটিয়ে দোহা থেকে কলকাতায় ফেরার পথে উড়ানে তাঁর হঠাৎই দেখা হয় রুশার সঙ্গে৷
advertisement
অন্যদিকে চলতি বছরেই অভিনয়কে বিদায় জানিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন রুশা৷ আমেরিকাবাসী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯ জানুয়ারি৷ পরের মাসেই উড়ে যান নতুন ঠিকানায়৷ আপাতত তিনি জমিয়ে বিবাহিত জীবন কাটাচ্ছেন আমেরিকায়৷ সোশ্যাল মিডিয়ায় প্রবাসে দাম্পত্যের ছবিও নিয়মিত শেয়ার করেন তিনি৷
প্রায় দেড় দশক আগে তাঁর ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ ছিল জনপ্রিয়তার শীর্ষে৷ পর্দায় নিশীথ ও ঊষসীর রসায়ন বা যুগলবন্দি হয়ে উঠেছিল দর্শকদের ড্রয়িং রুমের নিত্য বিনোদন৷ সেই অনস্ক্রিন জুটি ভেঙে যাওয়ার পরও অভিনয় করেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷
তবে দীর্ঘ কেরিয়ারে আপাতত ইতিই টেনেছেন তিনি৷ তাই শোনা যাচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটাতেই বিয়ের প্রায় ১০ মাস পর কলকাতায় ফিরেছেন তিনি৷ অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত দূর অস্ত্৷