TRENDING:

Dev-Subhashree: প্রায় ১০ বছর পর একসঙ্গে...! 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে কতটা 'কাছাকাছি' এলেন দেব-শুভশ্রী? ফাঁস করলেন 'গোপন' কথা

Last Updated:

Dev-Subhashree: প্রায় ১০ বছর পর একসঙ্গে একমঞ্চে হাজির হলেন তারকা জুটি। সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর দেব- শুভশ্রীকে একসঙ্গে সেভাবে দেখা যায়নি। ধুমকেতুর প্রচারে তাই দু'জনকে একসঙ্গে দেখা যাবে কিনা এই নিয়ে দর্শকদের মধ্যে সংশয় ছিল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার নজরুল মঞ্চে লঞ্চ হল ধূমকেতুর ট্রেলার। ৯ বছর পর মুক্তি পাচ্ছে ধূমকেতু। প্রচারে দেব-শুভশ্রীকে দেখবার জন্য ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল তুঙ্গে। কাউকে নিরাশ করেননি দেব-শুভশ্রী। প্রায় ১০ বছর পর একসঙ্গে একমঞ্চে হাজির হলেন তারকা জুটি। সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর দেব- শুভশ্রীকে একসঙ্গে সেভাবে দেখা যায়নি। ধুমকেতুর প্রচারে তাই দু’জনকে একসঙ্গে দেখা যাবে কিনা এই নিয়ে দর্শকদের মধ্যে সংশয় ছিল? কিন্তু সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে দেব-শুভশ্রী এক মঞ্চে হাজির হলেন এবং এতদিনের যাবতীয় অভাব অভিযোগের উত্তর দিলেন।
News18
News18
advertisement

এতদিন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো ও ব্লক করে রেখেছিলেন দেব-শুভশ্রী। এদিনের মঞ্চে কেটে গেল বাধা, একে অপরকে আবার ফলো করলেন। দু’জনে একসঙ্গে সেলফিও তুললেন। বেরিয়ে এল ভেতরের গল্প। শুভশ্রী জানালেন তিনি কখনও সোশ্যাল মিডিয়ায় দেবকে ব্লক করেননি। বরং অভিমানী দেব শুভশ্রীকে ব্লক করেছিলেন।

আরও পড়ুন-‘দেহব্যবসা করেই সব শেষ…!’ দু’বার বিয়ে-ডিভোর্স, মদ্যপানে নষ্ট লিভার, অসহ্য নরকযন্ত্রণায় ৩৪ বছরে অকালে মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, বলুন তো কে?

advertisement

দেব শুভশ্রীকে ভবিষ্যতে আবারও একসঙ্গে দেখা যাবে কিনা এই প্রশ্ন ছিল সকলের। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে টলিউডের অনেকেই এই প্রশ্নবান ছুঁড়ে দিলেন। একে অপরের প্রোডাকশনে কাজ করবেন কিনা সেই প্রশ্নও ছিল। তবে দেব শুভশ্রী কাউকেই নিরাশ করলেন না। বললেন মনের মতো চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে যদি কোনও পরিচালক আসেন অবশ্যই এই জুটিকে আবারও ভবিষ্যতে দেখা যেতে পারে। এমনকি দু’জনই এখনই প্রযোজক তাই একে অপরকে নিজেদের প্রোডাকশনে কাস্ট করতেও কোনও অসুবিধা নেই।

advertisement

আরও পড়ুন-অগাস্টেই লাগবে ‘লটারি’…! গ্রহরাজ বুধের রাজকীয় চালে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ৪ রাশি হবেন ‘রাজা’, দু-হাত ভরে উপচে পড়বে টাকা-পয়সা-সম্পত্তি, মিলবে কুবেরের ধন

তবে ধূমকেতুর ট্রেলার লঞ্চের সবথেকে বড় আকর্ষণ ছিল দীর্ঘদিন পর স্টেজে দেব-শুভশ্রীর বিখ্যাত সব গানের সঙ্গে নাচ। চ্যালেঞ্জ থেকে রোমিও,খোকাবাবু থেকে পরান যায় জ্বলিয়া সব ছবির সুপার হিট গানের সঙ্গে পারফর্ম করলেন দেব- শুভশ্রী। ঘুচে গেল সব দূরত্ব। ধরা দিল ঠিক আগের মতই ‘দেশু’ কেমিস্ট্রি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dev-Subhashree: প্রায় ১০ বছর পর একসঙ্গে...! 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে কতটা 'কাছাকাছি' এলেন দেব-শুভশ্রী? ফাঁস করলেন 'গোপন' কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল