এতদিন সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো ও ব্লক করে রেখেছিলেন দেব-শুভশ্রী। এদিনের মঞ্চে কেটে গেল বাধা, একে অপরকে আবার ফলো করলেন। দু’জনে একসঙ্গে সেলফিও তুললেন। বেরিয়ে এল ভেতরের গল্প। শুভশ্রী জানালেন তিনি কখনও সোশ্যাল মিডিয়ায় দেবকে ব্লক করেননি। বরং অভিমানী দেব শুভশ্রীকে ব্লক করেছিলেন।
advertisement
দেব শুভশ্রীকে ভবিষ্যতে আবারও একসঙ্গে দেখা যাবে কিনা এই প্রশ্ন ছিল সকলের। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে টলিউডের অনেকেই এই প্রশ্নবান ছুঁড়ে দিলেন। একে অপরের প্রোডাকশনে কাজ করবেন কিনা সেই প্রশ্নও ছিল। তবে দেব শুভশ্রী কাউকেই নিরাশ করলেন না। বললেন মনের মতো চরিত্র এবং স্ক্রিপ্ট নিয়ে যদি কোনও পরিচালক আসেন অবশ্যই এই জুটিকে আবারও ভবিষ্যতে দেখা যেতে পারে। এমনকি দু’জনই এখনই প্রযোজক তাই একে অপরকে নিজেদের প্রোডাকশনে কাস্ট করতেও কোনও অসুবিধা নেই।
তবে ধূমকেতুর ট্রেলার লঞ্চের সবথেকে বড় আকর্ষণ ছিল দীর্ঘদিন পর স্টেজে দেব-শুভশ্রীর বিখ্যাত সব গানের সঙ্গে নাচ। চ্যালেঞ্জ থেকে রোমিও,খোকাবাবু থেকে পরান যায় জ্বলিয়া সব ছবির সুপার হিট গানের সঙ্গে পারফর্ম করলেন দেব- শুভশ্রী। ঘুচে গেল সব দূরত্ব। ধরা দিল ঠিক আগের মতই ‘দেশু’ কেমিস্ট্রি।