ইডির সমনের পর অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনিই প্রথম বাঙালি অভিনেতা যিনি এই বিশেষ মামলার সঙ্গে সম্পর্কিত সমন পেয়েছেন। তিনি এই বিষয়ে কোনও কথা বলতে চাননি৷
advertisement
গত বছর থেকে, বেশ কয়েকজন বলিউড এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটার অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। তালিকায় বিজয় দেবেরকোন্ডা, রানা ডাগ্গুবাতি, প্রকাশ রাজ, পাশাপাশি হরভজন সিং, উর্বশী রাউতেলা এবং সুরেশ রায়নাও রয়েছেন।
গত জুনে, সুরেশ-হরভজন-সহ বেশ কয়েকজন তারকা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে তাদের বক্তব্য রেকর্ড করেছিলেন। এই তারকাদের মধ্যে বেশ কয়েকজন এখন অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য আইনি ঝামেলায় পড়েছেন।
সূত্রের খবর, এবার সেই তালিকায় নাম জড়াল টলিউের অভিনেতা অঙ্কুশ হাজরাও রয়েছেন। জানা গেছে যে নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচারণার বিষয়ে ইডির চলমান তদন্তের অংশ হিসেবে অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে, বাঙালি অভিনেতাকেও ইডি অফিসে হাজির হতে হবে।
সূত্র জানিয়েছে যে বাজি কোম্পানিগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইট প্রচারের জন্য অত্যন্ত জনপ্রিয় তারকাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। যেহেতু জনপ্রিয় তারকারা এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত, তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই ধরনের অ্যাপ ব্যবহারে প্রভাবিত হচ্ছে।
অভিযোগ রয়েছে যে এই অ্যাপগুলির প্রচারের বিনিময়ে তারকারা আর্থিক সুবিধা পেয়েছিলেন। তদন্তকারীদের সন্দেহ, এই বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা আয় করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওলার মাধ্যমে টাকা স্থানান্তর করা হয়েছিল বলেও অভিযোগ।
উল্লেখ্য, এই মুহূর্তে আপকামিং ছবি ‘রক্তবীজ ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা অঙ্কুশ৷ আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার পুজোর ছবি৷ যেখানে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেতাকে৷ এছাড়া ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও দেখা যাচ্ছে টলিউডের এই অভিনেতাকে৷