TRENDING:

Tollygunge Impasse: টলিপাড়ার জট এখনও জটিল, বুধ সকালেও শুরু হল না শ্রীজিৎ-সৌভিকের সেটে শ্যুটিং

Last Updated:

Tollygunge Impasse:আর্ট সেটিং গিল্ডের কাছে জানতে চাইলে তাঁরা শ্রীজিৎকে জানিয়েছেন যে তিনি কোথাও ফেডারেশন বিরোধী কথা বলেছিলেন সেই কারণে তাঁর কাজ বন্ধ রয়েছে। কিন্তু তাঁকে কোনও অফিশিয়াল মেল বা বিবৃতি তাঁরা দেননি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : স্টুডিওপাড়ার জট কাটল না বুধবারও৷ এদিন বেলা গড়ানোর পরও পরিচালক-প্রযোজক শ্রীজিৎ রায় এবং সহ-প্রযোজক সৌভিক চক্রবর্তীর সেটে আর্ট ডিরেক্টর অথবা কারিগররা কেউ আসেননি। অথচ এদিন সকাল ৮ টায় কলটাইম ছিল৷ নির্ধারিত সময় থেকেই তাঁরা দু’জন টালিগঞ্জের দাসানি ওয়ান স্টুডিওতে অপেক্ষা করছেন৷ কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কারওর দেখা মেলেনি৷ আর্ট সেটিং গিল্ডের কাছে জানতে চাইলে তাঁরা শ্রীজিৎকে জানিয়েছেন যে তিনি কোথাও ফেডারেশন বিরোধী কথা বলেছিলেন সেই কারণে তাঁর কাজ বন্ধ রয়েছে। কিন্তু তাঁকে কোনও অফিশিয়াল মেল বা বিবৃতি তাঁরা দেননি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন : বিনিয়োগ টানার লক্ষ্যে আজ থেকে রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন 

এই দ্বন্দ্বে শ্রীজিৎ মেল করেছেন কিন্তু তাঁর মেলের জবাব আসেনি। এই অচলাবস্থা কবে কীভাবে কাটবে? এই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন শ্রীজিৎ এবং সৌভিক দুই প্রযোজক। বুধবারের মধ্যে এর কোনও মীমাংসা না হলে পরিচালকদের সংগঠন নিজেদের মধ্যে মিটিং করবেন এবং পরবর্তী পদক্ষেপের কথা ভাববেন। অভিযোগ, ডিরেক্টর্স গিল্ড-ফেডারেশন দ্বন্দ্বের সময় শ্রীজিৎ নাকি কিছু টেকনিশিয়ান-বিরোধী মন্তব্য করেছিলেন। আর তাতেই নাকি টেকনিশিয়ানরা মর্মাহত। সেটের কাজের অচলাবস্থা নিয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন “শুটিং সর্বত্র চলছে। এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে ফেডারেশনে এই বিষয় নিয়ে আলোচনা হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

(প্রতিবেদন : মানস বসাক)

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollygunge Impasse: টলিপাড়ার জট এখনও জটিল, বুধ সকালেও শুরু হল না শ্রীজিৎ-সৌভিকের সেটে শ্যুটিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল