মাঝে মধ্যেই নানা মজার ভিডিও। ফটোশ্যুটের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন শ্যামা। করোনার জন্য এখন রাজ্যে চলছে লকডাউন। এই সময় বন্ধ থাকবে সিনেমা সিরিয়ালের শ্যুটিং। মানে স্টুডিও পাড়াতেও কোভিডের জন্য এই সতর্কতা নেওয়া হয়েছে। আপাতত ১৫ দিন তো চালিয়ে দেওয়াই যাবে। কিন্তু তার বেশি লকডাউন বাড়লে, গত বছরের পুরনো এপিসোড দেখানো ছাড়া উপায় থাকবে না। তবে আপাতত শ্যামা বা তিয়াশা রয়েছেন নিজের শ্বশুর বাড়িতে। সেখান থেকেই নানা ভিডিও শেয়ার করছেন তিনি।
এবার ভিডিও শেয়ার করে জানালেন লকডাউনে কি করছেন তিয়াশা ! নিজের ঘরে হলুদ পোশাক পরে আছেন তিনি। মাথা ভর্তি সিঁদুর। খাটে শুয়ে ভিডিও বানালেন শ্যামা ওরফে তিয়াশা। মুখে হালকা হাসি। আবার কিছুটা মন খারাপের ছাপ। ভিডিওতে কোনও শব্দ করেননি তিনি। চুপ থেকেই বোঝাতে চেয়েছেন তাঁর অবস্থা। এই ভিডিও শেয়ার হতেই বহু মানুষ বলেছেন, সুস্থ থাকুন। খুশিতে থাকুন। শ্যামাকে এমন চুপচাপ, মন খারাপে মানায় না। সে কথাও লিখতে দেখা গিয়েছে ভক্তদের। এই ভিডিও শেয়ার করে তিয়াশা লিখলেন, 'লকডাউন'। সত্যিই পরিস্থিতি এতটাই খারাপ, যে মানুষ নিজেকে ঘরে আটকে রাখতে বাধ্য হচ্ছে। করোনা থেকে বাঁচতে এটাই সব থেকে বড় হাতিয়াড়। এই নিয়মের ছাড় নেই অভিনেতা অভিনেত্রীদেরও। সকলকেই থাকতে হচ্ছে ঘরে।