ছবিটির পরিচালনা করছিলেন শঙ্কর ৷ ১৯৯৬-এর ‘ইন্ডিয়ান’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছিল ৷ দুর্ঘটনার সময় ক্রেনের পাশেই কাজ করছিলেন পরিচালক শঙ্কর ৷ সূত্রের খবর, ১৫০ ফুট উঁচু ওই ক্রেনের ভিতরে লাইটের বক্সে ছিলেন একজন সহ-পরিচালক। আরও দু’জন ছিলেন ক্রেনের কাছেই। আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্রেনটি ৷ ঘটনাস্থলেই মারা যান একজন পরিচালক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয় ৷ পরিচালক শঙ্করও গুরুতর আহত হন ৷ আহত হয়েছেন আরও ৯ জন ৷ তাঁদের হাসপাতেল নিয়ে যাওয়া হয়েছে ৷
advertisement
সে সময় পাশের ফ্লোরেই কাজ করছিলেন কমল হাসান ৷ মর্মান্তিক এই দুর্ঘটনার পর তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘যে কোনও দুর্ঘটনাই ভীষণ রূঢ় ৷ আমাদের তিন সহকর্মীকে আমরা হারিয়েছি ৷ তবে আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে তাঁদের পরিবার ৷ ওঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানাই ৷’’