জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহিদ কাপুর এবং আয়ুষ্মান খুরানাকে এই ছবিতে বাবার চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা প্রত্যাখ্যাত করে দেন বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।
আরও পড়ুন: শুভমনের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ রাজস্থানে সচিন-কন্যা! সারার নতুন ছবিতে কুপোকাত ভক্তরা
advertisement
নন্দিতা এবং শিবপ্রসাদ নাকি মিমির স্বামীর (পোস্ততে যিশু সেনগুপ্ত য়ে চরিত্রে অভিনয় করেছিলেন) ভূমিকায় এই দুই বলি তারকাকেই পছন্দ করেছিলেন। কিন্তু দু’জনেই না করে দেন। শোনা গিয়েছে, ৭ বছরের শিশুর (কবীর পাহওয়া য়ে চরিত্রে অভিনয় করেছে) বাবার চরিত্রে অভিনয় করতে চাননি কেউই।
শেষমেশ অভিনেতা শিব পণ্ডিত এই চরিত্রে অভিনয় করেন। পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, মিমি চক্রবর্তী, শিব পণ্ডিত এবং খুদে শিল্পী কবীর পাহওয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অম্রুতা সুভাষ, কেকে রায়না, মনোজ যোশী প্রমুখ। উইন্ডোজ প্রোডাকশন হাউস ছাড়াও রঘুবেন্দ্র সিং এবং অনু সিং চৌধরি এই ছবি প্রযোজনা করেছেন।