TRENDING:

বাংলা নাটকের ‘অভি’মুখ বদলাচ্ছে, অশোকনগর নাট্যমুখের ‘হাও মাচ ইস ইওর আয়রন’-এ রাগের আগুন

Last Updated:

অশোকনগর নাট্যমুখ দীর্ঘ পথ পেরিয়ে এসেছে৷ সেই যাত্রা পথে নানা সময়ে বিভিন্ন স্বাদের নাটক উঠে এসেছে৷ কিন্তু এই নাটক সময়ের প্রয়োজন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলার নাটকেও সারা বছর ধরে চলছে ব্রেখট যাপন৷ বিভিন্ন দলের উদ্যোগে একাধিক বের্টোল্ট ব্রেখটের নানা নাটক মঞ্চস্থ হচ্ছে কলকাতা শহরের বিভিন্ন মঞ্চে৷ নতুন করে উঠে এসেছে গবেষণার নানা দিক৷ নাৎজি জার্মানির বিরুদ্ধে সর্বোচ্চ স্বরকে কেউ কেউ ভারতের বর্তমান সময়ে এসে একসঙ্গে মিলিয়ে দেখতে চাইছেন৷ সে দেখা ঠিক না ভুল, তা শিল্পের নানন্দিকতার বিষয়৷ কিন্তু এসবের মধ্যে বাংলার নাটকের এক অদ্ভুত সংযোগ স্থলে এসে ব্রেখটকের নবনির্মাণ এক আঙ্গিক খুলে দিচ্ছে চেতনার৷ দর্শককে নাড়া দিচ্ছে, ভাবাচ্ছে৷
advertisement

অশোকনগর নাট্যমুখ দীর্ঘ পথ পেরিয়ে এসেছে৷ সেই যাত্রা পথে নানা সময়ে বিভিন্ন স্বাদের নাটক উঠে এসেছে৷ কিন্তু এই নাটক সময়ের প্রয়োজন৷ আলোচকের সঙ্গে ব্যক্তিগত কথায় একথা বলেছেন পরিচালক অভি চক্রবর্তীও৷ মধুসূদন মঞ্চে সম্প্রতি মঞ্চস্থ হল ব্রেখটের নাটক অবলম্বনে ‘হাউ মাচ ইস ইওর আয়রন’৷ লোহার দাম কত? লোহা আসলে কী? কিসের লোহা? কেন হঠাৎ লোহার দামের দিকে ঝুঁকলেন পরিচালক ও অভিনেতা সেই সঙ্গে নাট্য সংগঠক, অভি চক্রবর্তী৷ নাটক দেখলেই সেই বিষয়টি স্পষ্ট করে ধরা পড়ে৷

advertisement

লোহার দোকানদার৷ ব্যবসার দিকেই তাঁর নজর শুধু৷ কিন্তু ইদানিং তাঁর ব্যবসা ভাল চলছে না৷ বরং সেখানে একের পর বিপত্তি এসে উপস্থিত হয়৷ বিভিন্ন ধর্মের গুণ্ডারা এসে হাজির হয়, টাকা চায়৷ কিন্তু তার মধ্যে এক ধর্মের ধ্বজাধারী এসে উপস্থিত হন, নিয়মিত ক্রেতা হিসাবে৷ তিনি ক্রমে, ক্রমে, সময়ের সঙ্গে বাড়াতে থাকেন লোহা কেনার পরিমাণ৷ গল্পের বাকিটুকু দেখতে হলে পৌঁছতে হবে মঞ্চের সামনে৷ সমালোচনা মানে তো গল্পটা পুরোটা আলোচনা নয়৷ আমরা সেই অভ্যাস বাদই রাখছি, বরং আমরা কথা বলি ফর্ম নিয়ে৷

advertisement

নাটক চমকে দেবে

মঞ্চের নির্মাণে অভি চিরকালই অভিনবত্ব রাখেন অভি চক্রবর্তী৷ এ বারেও তার থেকে আলাদা কিছু হয়নি৷ বরং এ বারেও মঞ্চে ছিল অভিনবত্ব৷ মঞ্চের প্রতিটি অংশের নিজস্ব অর্থ আছে, আর সেগুলো আলাদা করে বোঝানো নাটকের পরিচালকের দায়িত্ব৷ কখন কী ভাবে, মঞ্চের কোন অংশকে কোনও অভিনেতা ছোঁবেন, তা নির্বাচন করেন পরিচালক৷ সেটি নৈপুন্যের সঙ্গে করেছেন পরিচালক৷ অভিনয়ের কথাও আলাদা করে বলতেই হয়৷ কারণ, অভিনয়ের একটা সুপ্ত ভাষা নির্মাণ একান্ত নিজস্ব ঢঙে এখানে তৈরি করেছেন অভি৷ নাটকের চরিত্র, মানে বেশিরভাগ চরিত্রের কথা বলার ধরণ উচ্চস্বরে৷ স্বাভাবিক ভাবে মানুষ তো এমন করে কথা বলে না৷ এতটা চেঁচিয়ে কেউ কথা বলে? না, তা হলে?

advertisement

এতটা স্টাইলাইজ অভিনয়ের ধরণ কেন পছন্দ করলেন পরিচালক অভি৷ নাটক যাঁরা দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন, যে বিষয়বিস্তু নিয়ে কথা বলে, সেখানে তীব্রতা রয়েছে হিংসার৷ সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে ভারত তথা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি সচেতন নাগরিকদের বাধ্য করে বারংবার হিংসা নিয়ে বেঁচে থাকতে৷ আর সেই হিংসার চারদিককেই এ ভাবে মেনে নিয়েছি আমরা, মানে এই নাটকের দর্শকরা৷ আর সেই কারণেই নাটকের অভিনয়ে এই উচ্চগ্রামের সংলাপ প্রতিস্থাপন একান্ত জরুরি হয়ে পড়ে৷ অভিনেতারা সকলেই এই ভূমিকা সঠিক ভাবে পালন করেছেন৷ তবে আরও একটি কথা বলা দরকার, নাটকটি বাংলা ভাষায় ব্রেখটকে গ্রহণ করার পাশাপাশি দাঁড়িয়ে ব্রেখটের নাটকের দর্শনকেও ভোলেননি পরিচালক অভি৷ নাটকের একটি অংশে লোহার দোকানের মালিক হঠাৎ সংলাপের ধারা থেকে ছিটকে গিয়ে এক মৃত্যুর প্রসঙ্গে টেনে আনেন গৌরী লঙ্কেশের মৃত্যুর প্রসঙ্গ৷ নাটকের অন্দর থেকে ‘এলিয়েনেশন’-এর তত্ত্বে উত্তরিত হয় এই নাটক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নাটকে যথার্থ অভিনয় করেছেন অরুপ গোস্বামী, স্বাগতম হালদার, সুকান্ত পাল, গৌতম বসুরা৷ তবে এই নাটকে অভিনয় করতেন পরিচালক অভি চক্রবর্তী, তার বদলে এই দিন অভিনয় করেছেন ঋভু চক্রবর্তী আর আলিম সাহেব চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্ত ভুঁইয়া৷ নাটকে মিউজিক ও প্রোডাকশনের কাজ করেছেন প্রীতম শর্মা ও তমাল মুখোপাধ্যায়৷ মঞ্চ নির্মাণ করেছেন অরুণ মণ্ডল, যা এক কথায় অনবদ্য৷ সব মিলিয়ে নাটকের বিভিন্ন দিক এই প্রযোজনাকে কার্যত স্বয়ংসম্পূর্ণ করেছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলা নাটকের ‘অভি’মুখ বদলাচ্ছে, অশোকনগর নাট্যমুখের ‘হাও মাচ ইস ইওর আয়রন’-এ রাগের আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল