TRENDING:

Bengali Theatre: যুগের পর যুগ, তবু কেন শেক্সপিয়ার? অশোকনগর নাট্যমুখের ‘শেক্সপিয়ার মাস্ট ডাই’ দেবে উত্তর

Last Updated:

Bengali Theatre: আগামী ২২ মার্চ, শুক্রবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ অভিনীত হতে চলেছে এই নতুন নাটক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা থেকে অনেকটা দূর অশোকনগর৷ লোকে বলে, কলকাতা সংস্কৃতির কেন্দ্র, কিন্তু কেন্দ্রের বাইরে গিয়েও নাট্যচর্চার এক উপবৃত্ত তৈরি করে দীর্ঘদিন ধরে নিজেদের মতো নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে অশোকনগর নাট্যমুখ৷ এ বার মঞ্চে আসতে চলেছে তাঁদের নবতম প্রযোজনা ‘শেক্সপিয়ার মাস্ট ডাই৷’আগামী ২২ মার্চ, শুক্রবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ অভিনীত হতে চলেছে এই নতুন নাটক৷
advertisement

বাংলা নাটকে বারংবার ফিরে ফিরে এসেছেন উইলিয়াম শেক্সপিয়ার৷ তাঁর নাটক কখনও বঙ্গীকরণ করে একেবারে মাটির মানুষ বানানো হয়েছে তাঁর নাটকের চরিত্রকে, কখনও তা থেকেছে মূল নাটক অনুসারী৷ কিন্তু কেন বারংবার শেক্সপিয়ারের নাটক প্রাসঙ্গিক হয়ে ওঠে? সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না যে এই নাট্য বিশ্ব সাহিত্যের ক্ষেত্রে ক্লাসিকের মর্যাদা পেয়েছে৷ সেই কারণে, বারংবার ফিরে ফিরে এসেছেন শেক্সপিয়ার৷ কয়েকবছর আগে (২০২১) অ্যাপল টিভিতে বিখ্যাত পরিচালক জোয়েল কোয়েন পরিচালিত ম্যাকবেথ সিনেমায় অভিনয় করেছিলেন ডেনজেল ওয়াশিংটন৷ শেষ কয়েক বছরের মধ্যে মঞ্চে বা পর্দায় একমাত্র শেক্সপিয়ার নির্মাণ যা নজর কেড়েছে৷ বাংলা ভাষায় তার পরেও চেষ্টা হয়েছে, কিন্তু ওয়েব সিরিজ জনপ্রিয় হলেও শিল্পমাত্রায় তা উত্তীর্ণ হতে পারেনি৷

advertisement

এ বার সেই শেক্সপিয়ারের চরিত্রদের নিয়েই এক নতুন যাত্রা শুরু করতে চলেছে অশোকনগর নাট্যমুখ৷ নাটকটি লিখেছেন শরণ্য দে৷ নাটকের ভাবনা ও প্রয়োগ অভি চক্রবর্তীর৷ আবহ পরিকল্পনা করেছেন দিশারী চক্রবর্তী, রূপসজ্জা করেছেন সুরজিৎ পাল, মঞ্চ নির্মাণ করেছেন অদ্রীশ কুমার রায়৷ অঙ্গ সঞ্চালন নির্দেশনা দিয়েছে সুদীপ্ত কুণ্ডু৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শেক্সপিয়ারের বিভিন্ন ট্র্যাজিক নাটকের হিরোদের নির্মাণ ও সংকট বারংবার বিভিন্ন সময় ও পরিস্থিতিকে ইঙ্গিত করেছে৷ মানুষের গভীরতম একাকিত্ব থেকে শুরু করে রাজনীতির জটিল সুতোয় বেঁধে থাকা জীবনকে বারংবার আতশকাচের তলায় রেখে দেখতে চেয়েছেন অনেকেই৷ অনেকেই নতুন রকম করে ভাবতেও চেয়েছেন, সমাজের দিকে নতুন করে গড়ে তুলতে চেয়েছেন শেক্সপিয়ারকে৷ শরণ্য তেমনই একটি নাট্যের সংলাপ রচনা করেছেন, অভি তৈরি করেছেন তেমনই এক আলো আঁধারির প্রয়োগ৷ নির্মাণে চমক ও দৃশ্য নির্মাণের মুন্সিয়ানার শীর্ষে থাকা অভি এই নাটকে কোন নতুন দিকের উন্মোচন করেন, এখন দেখার সেটাই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Theatre: যুগের পর যুগ, তবু কেন শেক্সপিয়ার? অশোকনগর নাট্যমুখের ‘শেক্সপিয়ার মাস্ট ডাই’ দেবে উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল