ব্যবসা বাণিজ্য থেকেও একটি মোটা টাকা রোজগার করেন দীপিকা ৷ কিছুদিন আগেই দীপিকা ইলেকট্রিক ট্যক্সির ব্যবসায় ভারতীয় মূল্যে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগ করেছেন ৷ এর আগেও প্রযুক্ত ও খাদ্য বিষয় ব্যবসায় টাকা ব্যায় করেছিলেন পিকু ৷ মন্ত্রা, তানিষ্ক, টেটলি গ্রিন চা, লরিয়েলের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে ৷ ২০১৮ সালের নভেম্বরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর বিয়ে হয়েছে ৷ বিয়ের এই এক বছর ধরে তিনি কোনও ছবিতে অভিনয় করেননি ৷
advertisement
ছপকই দীপিকার বিয়ের পরবর্তী ছবি ৷ ফোর্বসের প্রকাশিত সেরা ১০ বলিউড সেলিব্রিটির তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন ৷ তালিকার শীর্ষে রয়েছেন আলিয়া ভাট ৷ ছপকের পরে দীপিকাকে দেখতে পাওয়া যাবে স্বামী রণবীর সিং-এর সঙ্গে কপিল দেবের জীবনী নিয়ে ছবি ৮৩-তে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়া (দেব) চরিত্রে ৷ ফোর্বসের বলিউড সেরা তালিকায় সপ্তম স্থানে রণবীর সিং, তাঁর বার্ষিক আয় ১১৮ কোটি টাকা ৷