সুশান্ত সিং রাজপুতের একটি বাদামি রঙের টিশার্টে লেখা দেখতে পাওয়া গিয়েছে 'Don't be a d3s/dt3.' এটি পদার্থ বিদ্যার একটি সূত্র ৷ এর অর্থ জার্ক বা ঝটকা ৷ টিশার্টে লেখা 'Don't be a Jerk' এই শব্দ নিয়েই নানান চর্চা, তর্ক, বিতর্ক বা বিদ্রুপে সোশ্যাল মিডিয়া সরগরম ৷ সবাই মানেন সুশান্ত সিং রাজপুতের অসাধারণ আইকিউ এক উদাহরণ সরূপ ৷ বলিউডের স্টার কিডসদের থেকে সুশান্তের আই কিউ অনেক বেশি ৷ পদার্থ বিদ্যার প্রতি সুশান্তের অত্যন্ত আকর্ষণ ছিল ৷
এছাড়াও অঙ্ক ও বিজ্ঞানের প্রতিও তাঁর বিশেষ জ্ঞান ছিল ৷ ২০০৩ সালে দিল্লির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় সারা দেশে সপ্তম হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যা বর্তমানে দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু করেছেন ৷ তৃতীয় বর্ষে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন ৷
পদার্থ বিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়ার্ডও ছিলেন ৷ মহাকাশ বিদ্যায় বিশেষ পারদর্শিতা ছিল তাঁর ৷ অ্যাস্ট্রোনটস হতে চেয়েছিলেন কিন্তু বিধাতা অন্য কিছুই লিখে রেখেছিলেন সুশান্তের জন্য ৷