TRENDING:

Bollywood Gossip: শান-নীতি মোহন বাকরুদ্ধ, কপিল বিশ্বাস করতে পারছেন না, ৯১ বছরের গুলজার স্টেজে পারফর্ম করছেন

Last Updated:

Bollywood Gossip: অবিকল গুলজারের মতো বেশে কে এই অভিনেতা? শুধু শান কিংবা নীতি মোহনই নন, মুগ্ধ হলেন নেটপাড়ার বাসিন্দারাও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউড এবং টেলিদুনিয়ার অত্যন্ত প্রতিভাশালী কমেডি তারকা তথা অভিনেতা হলেন সুনীল গ্রোভার। আর কাউকে নকল বা মিমিক্রি করতে তাঁর জুড়ি মেলা ভার! বহু বছর ধরে ‘শাহরুখ খান লাইট’ বলেই খ্যাতি লাভ করেছিলেন তিনি। আর শুধু তা-ই নয়, সলমন খান থেকে শুরু করে উদিত নারায়ণের মতো তারকাকে নকল করে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ মুগ্ধ করেছেন দর্শকদের। চলতি সপ্তাহে হঠাৎই তাঁকে কবি তথা পরিচালক গুলজারের অবতারে দেখা গেল। আর গুলজারকে নকল করে সকলকে আরও একবার মুগ্ধ করলেন তিনি। শুধু শোয়ের অতিথিরাই নন, সোশ্যাল মিডিয়ার হাজার হাজার নেটিজেনও তাঁর মিমিক্রিতে যারপরনাই মুগ্ধ।
গুলজারের সাজে সুনীল গ্রোভার
গুলজারের সাজে সুনীল গ্রোভার
advertisement

কপিল শর্মার শোয়ে গুলজারের মিমিক্রি-তে মজলেন সুনীল গ্রোভার:

স্বাধীনতা দিবসে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ পর্বে সঙ্গীতশিল্পী শান এবং নীতি মোহনের সঙ্গে আলাপচারিতায় মজেছিলেন কপিল শর্মা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক জুটি বিশাল-শেখরও। সেই পর্বেই অবিকল গুলজারের মতো বেশে দেখা গিয়েছিল সুনীলকে। আবার গুলজারের সঙ্গে মিলিয়ে নিজের নাম জানিয়েছিলেন ‘ফুলজার’। সুনীল পরেছিলেন গুলজারের ট্রেডমার্ক সাদা কুর্তা-পাজামা। কবির সিগনেচার স্টাইলে কিছু শায়েরিও শোনা যায় সুনীলের মুখে। শোয়ে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন – Premanandaji Maharaj and Khesarilal : ‘তুমি নিজের পাপ ধোওয়ার জন্য’- প্রেমানন্দজীকে নিয়ে তারকা অভিনেতার এ কী পোস্ট, তোলপাড় নেট দুনিয়ায়

মঞ্চে সুনীল প্রবেশ করতেই অর্চনা পূরণ সিং বলে ওঠেন যে, “ওঁকে পুরো গুলজার সাহেবের মতোই দেখাচ্ছে।” এই দৃশ্য দেখে যারপরনাই মুগ্ধ হয়ে উঠে দাঁড়ান অতিথিরাও। হাততালি দিয়ে ওঠেন তাঁরা। এদিকে গুলজারের কায়দায় কবিতা পাঠ করতে থাকেন সুনীল। সকলের মুখেই যেন বিস্ময় খেলে যায়। অবিশ্বাসের ভঙ্গিতে নিজের মাথা চেপে ধরেন বিশাল। আর নীতি বলে ওঠেন, “বাহ!”

advertisement

বিস্মিত ভক্তরাও:

ইনস্টাগ্রামের মিম পেজে সুনীলের এই অনন্য অবতারের ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। আর বলাই বাহুল্য যে, সেটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। একটি নির্দিষ্ট ভিডিও-য় প্রশংসাসূচক হাজার হাজার মন্তব্য জমা পড়েছে। একজনের মন্তব্য, “কীভাবে পারেন???? @whosunilgrover… আপনি সত্যিই অসাধারণ। আপনার প্রতিভা দেখে নিজেদের ভাগ্যবান বলে মনে হচ্ছে।” অন্য এক ভক্ত লিখেছেন যে, “উনি দারুণ। উনি যে কাউকে কপি করতে পারেন।” একজন আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন যে, “এমন কোনও কিছু কি রয়েছে, যা এই মানুষটা পারেন না?”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বহু সময় ধরেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর অংশ হয়ে রয়েছেন সুনীল গ্রোভার। আর কমিক টাইমিং এবং মিমিক্রির জন্য ভীষণই জনপ্রিয় তিনি। শুধু তা-ই নয়, একাধিক ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুনীল। এর মধ্যে অন্যতম হল – ‘জওয়ান’, ‘গজিনি’, ‘তাণ্ডব’ এবং ‘সানফ্লাওয়ার’।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: শান-নীতি মোহন বাকরুদ্ধ, কপিল বিশ্বাস করতে পারছেন না, ৯১ বছরের গুলজার স্টেজে পারফর্ম করছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল