কপিল শর্মার শোয়ে গুলজারের মিমিক্রি-তে মজলেন সুনীল গ্রোভার:
স্বাধীনতা দিবসে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর বিশেষ পর্বে সঙ্গীতশিল্পী শান এবং নীতি মোহনের সঙ্গে আলাপচারিতায় মজেছিলেন কপিল শর্মা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক জুটি বিশাল-শেখরও। সেই পর্বেই অবিকল গুলজারের মতো বেশে দেখা গিয়েছিল সুনীলকে। আবার গুলজারের সঙ্গে মিলিয়ে নিজের নাম জানিয়েছিলেন ‘ফুলজার’। সুনীল পরেছিলেন গুলজারের ট্রেডমার্ক সাদা কুর্তা-পাজামা। কবির সিগনেচার স্টাইলে কিছু শায়েরিও শোনা যায় সুনীলের মুখে। শোয়ে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
advertisement
মঞ্চে সুনীল প্রবেশ করতেই অর্চনা পূরণ সিং বলে ওঠেন যে, “ওঁকে পুরো গুলজার সাহেবের মতোই দেখাচ্ছে।” এই দৃশ্য দেখে যারপরনাই মুগ্ধ হয়ে উঠে দাঁড়ান অতিথিরাও। হাততালি দিয়ে ওঠেন তাঁরা। এদিকে গুলজারের কায়দায় কবিতা পাঠ করতে থাকেন সুনীল। সকলের মুখেই যেন বিস্ময় খেলে যায়। অবিশ্বাসের ভঙ্গিতে নিজের মাথা চেপে ধরেন বিশাল। আর নীতি বলে ওঠেন, “বাহ!”
বিস্মিত ভক্তরাও:
ইনস্টাগ্রামের মিম পেজে সুনীলের এই অনন্য অবতারের ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। আর বলাই বাহুল্য যে, সেটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। একটি নির্দিষ্ট ভিডিও-য় প্রশংসাসূচক হাজার হাজার মন্তব্য জমা পড়েছে। একজনের মন্তব্য, “কীভাবে পারেন???? @whosunilgrover… আপনি সত্যিই অসাধারণ। আপনার প্রতিভা দেখে নিজেদের ভাগ্যবান বলে মনে হচ্ছে।” অন্য এক ভক্ত লিখেছেন যে, “উনি দারুণ। উনি যে কাউকে কপি করতে পারেন।” একজন আবার বিস্ময় প্রকাশ করে লিখেছেন যে, “এমন কোনও কিছু কি রয়েছে, যা এই মানুষটা পারেন না?”
বহু সময় ধরেই ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর অংশ হয়ে রয়েছেন সুনীল গ্রোভার। আর কমিক টাইমিং এবং মিমিক্রির জন্য ভীষণই জনপ্রিয় তিনি। শুধু তা-ই নয়, একাধিক ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুনীল। এর মধ্যে অন্যতম হল – ‘জওয়ান’, ‘গজিনি’, ‘তাণ্ডব’ এবং ‘সানফ্লাওয়ার’।
