TRENDING:

কত স্মৃতি, কত কথা, কাদের খানের সুপারহিট সংলাপেই অমিতাভ বচ্চন সুপারস্টার হয়েছেন

Last Updated:

প্রথম মৃত্যু বার্ষিকীতে মনে পড়ে এমন অনেক ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের একটি নায়ক ও নায়িকার জুটি সুপারহিট হয় ৷ নিজের নিজের সত্তার জন্য, আচার আচরণ নিয়েও এক অনন্য পরিচয় বহন করেন সবাই ৷ দুরন্ত সংলাপের জন্য বলিউড অভিনেতা কাদের খান বিশেষ ভাবে পরিচিত ৷ কাদের খানের লেখা সংলাপে বলিউডের বড় থেকে বড় স্টারেরা নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করেছেন ৷ কাদের খান শুধুই সংলাপের জন্য বিখ্যাত ছিলেন না তিনি অভিনয়ের জন্য সবার মনে চিরকালই বেঁচে থাকবেন ৷
advertisement

কাদের খান খলনায়ক ও ভিলেনের চরিত্রে অভিনয় করে বিশেষ সম্মান পেয়েছেন সবার কাছে ৷ তবে সব থেকে বড় বিষয় এটিই ৩১ ডিসেম্বর ২০১৮ সালে তিনি মারা গিয়েছিলেন ৷ পয়লা জানুয়ারি ২০১৯-এর প্রথম দিনেই সবাই জানতে পেরেছিলেন কাদের খান পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ৷ তাঁর চলে যাওয়ার এক বছর বহু মানুষকে কাঁদিয়েছে ৷ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী হিসাবে কাদের খান পরিচিত তিনি ৩০০ থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ অনেক বড়বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অমিতাভ বচ্চন হয়েছেন কাদের খানের অনেক সংলাপ নির্ভর করে ৷ তাঁর সংলাপে অমিতাভ বচ্চন এক আলাদা রাস্তা নির্মাণ করেছেন নিজের ৷ ১৯৭৮ সালের মুকাদ্দর কা সিকান্দর, ১৯৭৯ সালে মিস্টার নটওরলাল, ১৯৮২ সত্তে পে সত্তা, ১৯৮০ সালের কুলি ৷ কাদের খানের সংলাপের উপর নির্ভর করে এক লাফে অমিতাভ বচ্চন সবার নজর কেড়েছিলেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কত স্মৃতি, কত কথা, কাদের খানের সুপারহিট সংলাপেই অমিতাভ বচ্চন সুপারস্টার হয়েছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল