TRENDING:

কুমার শানুর গানে গোবিন্দর দুর্দান্ত নাচের ভিডিওতে জমাটি নেচে ভাইরাল যুগল

Last Updated:

অন্যতম সুপারহিট গানে আলোড়ন তুলেছেন ফেসবুকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সুপার-ডুপারহিট গানের সঙ্গে রীতিমত সাড়া ফেলেছেন এক পুরুষ ও নারী ৷ কুমার শানুর দুর্দান্ত গানে ভরপুর ছবির নাম আখেঁ ১৯৯২, গানটি শ্যুট করা হয়েছে গোবিন্দ ও শিল্পা শিরোদকরের উপরে ৷ গানটি সেই সময়ে বিশেষ সাড়া ফেলেছে ৷ গানের নাম অঙ্গনা মে বাবা ৷ গানটি ভোজপুরী ভাষাতেই গাওয়া হয়েছিল ৷
advertisement

এই ছবিতে চাঙ্কি পান্ডে, রাগেশ্বরীও অভিনয় করেছেন ৷ সব মিলিয়ে গোবিন্দর দুর্দান্ত অভিনয়, নাচ ও গান ভক্তদের মনে এক বিশাল প্রভাব ফেলেছে ৷ রীতিমত দুর্দান্ত গানের স্বরে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ এক পুরুষ ও নারীর দুর্দান্ত নাচে ফেসবুকে ভিডিওটি ব্যাপক প্রভাব বিস্তার করেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধুই নাচ নয় ৷ জোরদার নাচে রীতিমত কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ গানের সঙ্গে সঙ্গে কোমর দুলিয়ে নাচের ভিডিওটি এক অন্য মাত্রা বহন করেছে ৷ এক বিশেষ মুহূর্ত বিশেষ অনুভূতির সৃষ্টি করেছে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
কুমার শানুর গানে গোবিন্দর দুর্দান্ত নাচের ভিডিওতে জমাটি নেচে ভাইরাল যুগল