TRENDING:

আশা ভোঁসলের 'একটা দেশলাই কাঠি জ্বালাও' সুপারহিট গানটি গেয়ে ফেসবুক কাঁপিয়েছেন শিল্পী

Last Updated:

রাহুল দেববর্মনের সুরে এই গানটি এখনও মানুষের মুখে মুখে ফেরে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের ফেসবুক কাঁপালেন উঠতি শিল্পী অর্পিতা দে ৷ তিনি আশা ভোঁসলের কালজয়ী একটি গান গেয়ে বাজিমাৎ করেছেন ৷ গানটি হল একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবে শীতের কাছ থেকে দূরে পালাও তাতে ফাগুন পাবে ৷ রাহুল দেববর্মনের সুরে অনবদ্য গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ৷
advertisement

সেই গানটি খালি গলায় গেয়ে ফেসবুকে ঝড় তুলেছেন অর্পিতা দে ৷ এর আগেও তাঁর অনেক গান প্রকাশ্যে এসেছে ও পাখি উড়ে আয় উড়ে আয় দূরে সরে যা, যা দেখে যা ৷ সেই গানটিও সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছিল ৷ এই গানটিও আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাণু মণ্ডল বলিউডে পরিচিত হওয়ার পরে অনেকেই সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন প্রতিভার বহিঃপ্রকাশ ঘটনোর আদর্শ জায়গা হিসাবে বেছে নিয়েছেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
আশা ভোঁসলের 'একটা দেশলাই কাঠি জ্বালাও' সুপারহিট গানটি গেয়ে ফেসবুক কাঁপিয়েছেন শিল্পী