TRENDING:

ইনি অমিতাভ নন ! ভাইরাল হওয়া ছবি নিয়ে শোরগোল ইন্টারনেটে

Last Updated:

যোধপুরে ঠগ অফ হিন্দুস্থানের শ্যুটিংয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: যোধপুরে ঠগ অফ হিন্দুস্থানের শ্যুটিংয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন ৷ তবে তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷ সেকথা নিজের ব্লগে ও টুইটারেও নিজেই জানিয়েছেন অমিতাভ ৷ আর তারপর থেকেই গোটা দেশ অমিতাভ নিয়ে তৎপর ৷ ঠিক এই সময়ই ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠল একটি ছবি ৷ যেখানে দেখা গেল এক মুখ পাকা দাড়ি, মাথায় পাগড়ি, বলিরেখা পড়া মুখ, চোখে চশমা ৷ চেহারা অনেকটাই অমিতাভের মতোই ৷ এমনকী, রয়ে গেল এটাই নাকি অমিতাভের ঠগ অফ হিন্দুস্থানের লুক ৷ এই ছবিকে ব্যবহার করেই অনেক মিডিয়া প্রকাশিত করল ঠগ অফ হিন্দুস্থানে অমিতাভের লুকের গল্প ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে সত্যিটা জানা গেল জনপ্রিয় পোট্রেট আর্টিস্ট স্টিভ ম্যাককারি-র থেকেই ৷ ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ছবিটি আপলোড করে স্টিভ লিখলেন, ‘এটা আমার একটা পোট্রেট ফোটোগ্রাফ ৷ আফগানিস্তানের এক রিফিউজির ছবি ৷ যার নাম শাহবাজ ৷ অবশ্য, ওখানে সব রিফিউজি-র নামই হয়ে থাকে শাহবাজ !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইনি অমিতাভ নন ! ভাইরাল হওয়া ছবি নিয়ে শোরগোল ইন্টারনেটে