TRENDING:

‘তিন’ লুকে অমিতাভ, সঙ্গে বিদ্যা-নওয়াজ!

Last Updated:

গোটা শহর যেন অপেক্ষা করছিল তাঁর জন্যই ৷ শেষমেশ শ্যুটিংয়ের তৃতীয় দিনে এলেন তিনি ৷ অমিতাভ বচ্চন ৷ সুজিত সরকারের ‘পিকু’ ছবির পর, ফের কলকাতায় শ্যুটিংয়ে তিনি ৷ তবে এবার ফ্যামিলি ড্রামা নয়, বরং পরিচালক ঋভু দাশগুপ্ত-র থ্রিলার ছবিতেই অভিনয় করতে দেখা যাবে ৷ সঙ্গে বিদ্যা বালন ও নওয়াজুদ্দিন সিদ্দিকি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা শহর যেন অপেক্ষা করছিল তাঁর জন্যই ৷ শেষমেশ শ্যুটিংয়ের তৃতীয় দিনে এলেন তিনি ৷ অমিতাভ বচ্চন ৷ সুজিত সরকারের ‘পিকু’ ছবির পর, ফের কলকাতায় শ্যুটিংয়ে তিনি ৷ তবে এবার ফ্যামিলি ড্রামা নয়, বরং পরিচালক ঋভু দাশগুপ্ত-র থ্রিলার ছবিতেই অভিনয় করতে দেখা যাবে ৷ সঙ্গে বিদ্যা বালন ও নওয়াজুদ্দিন সিদ্দিকি৷
advertisement

শুক্রবার সকাল ৭টা থেকেই শুরু হয়েছিল অমিতাভকে নিয়ে ‘তিন’ ছবির শ্যুটিং ৷ এদিনই প্রথম ঋভুর ক্যামেরার ওপারে অমিতাভ ৷ যেখানে এতদিন নওয়াজ ও বিদ্যাকে নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে শ্যুটিং করছিলেন ঋভু ৷ অমিতাভের সময় পালটে গেল শ্যুটিং লোকেশন৷ দক্ষিণ কলকাতার রবীন্দ্রসরোবরে কড়া নিরাপত্তায় চলল ছবির শ্যুটিং ৷ পরিচালক ঋভু-র অ্যাকশন শব্দতেই ক্যামেরা চালু, আর অভিনয়ে অমিতাভ, বিদ্যা ও নওয়াজ ৷

advertisement

‘তিন’ ছবিতে অমিতাভের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে ৷ সাদা ট্রিম দাড়ি ৷ খয়েরি রঙের খদ্দরের জামা৷ হাভে-ভাবেই রহস্যের ছাপ ৷ থ্রিলার বলেই হয়তো, সাজগোজেও সেই ছাপ!

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তিন’ লুকে অমিতাভ, সঙ্গে বিদ্যা-নওয়াজ!