পলক শ্বেতার প্রথম পক্ষের মেয়ে। দু'বার বিয়ে করেছেন শ্বেতা। প্রথম পক্ষের মেয়ে পলক। মা ও মেয়েকে দেখলে কেউ সম্পর্কের আন্দাজ করতে পারবে না। তবে আপাতত পলকের ছবি নিয়ে মা শ্বেতা বেশ গর্বিত। এই ছবিটি একটি হরর থ্রিলার। পলক নায়িকার চরিত্র রোজির ভূমিকায় অভিনয় করছেন। গুরুগ্রামের বিপিও কর্মী রোজি। তাঁর জীবনের নানা ঘটনা ও ঘাত প্রতিঘাতকে কেন্দ্র করেই এগোবে গল্প। এই ছবিই প্রোডিউস করছেন বিবেক ওবেরয়। তিনি নিজে এই ছবিতে অভিনয়ও করছেন। বিবেক ছাড়াও আরবাজ খান ও মল্লিকা শেরাওয়াত অভিনয় করেছেন।
advertisement
পলক জানিয়েছেন, "এই ছবিতে কাজ করাটা আমার জন্য গর্বের। এবং বড় সুযোগ। বলিউডে পা রাখার প্রথম ধাপ। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিবেক ওবেরয় স্যর , বিশাল মিশ্রা স্যরকে ধন্যবাদ জানাতে চাই। আমি সত্যিই খুব খুশি এই ছবিতে কাজ করে।" প্রসঙ্গত বিশাল মিশ্রা এই ছবির পরিচালক। এখন অপেক্ষা ছবি রিলিজের।