তনুশ্রী দত্তর অভিযোগ, নিজের বাড়িতেই তিনি হয়রানির শিকার হচ্ছেন। ‘আশিক বানায়া আপনে’ তারকার ভিডিওর ক্যাপশনে লেখা, “ প্রতিনিয়ত আমি হয়রানির শিকার। আমি ক্লান্ত হয়ে গিয়েছি!! ২০১৮ সাল থেকে এটা চলছে। অবশেষে আমি পুলিশকে ফোন করেছি। কেউ দয়া করে আমাকে সাহায্য করুন।”
তনুশ্রী কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমাকে নিজের বাড়িতেই হেনস্থার শিকার হতে হচ্ছে। ২০১৮ সাল থেকে এমনটা চলছে। আর সহ্য করতে না পেরে আমি পুলিশকে ফোন করি। পুলিশ বলল থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দিতে। গত পাঁচ বছর ধরে হেনস্থার শিকার আমি। আমার শরীর খুব খারাপ। বাড়িতে কোনও সাহায্যের লোক নেই। একাই সব কাজ করি। কেউ আমাকে সাহায্য করুন।’’
সমাজমাধ্যমে অনেকেই অভিনেত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। যদিও বাড়ির মধ্যে কে বা কারা তাঁকে হেনস্থা করছে সেই বিষয়ে খোলসা করে কিছু জানাননি অভিনেত্রী।
অভিনেত্রী জানান, মানসিক চাপের কারণে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। তিনি বলেন,
“আমার শরীর খারাপ হয়ে গিয়েছে। আমি কোনও কাজ করতে পারছি না। আমার পুরো বাড়ি এলোমেলো হয়ে গিয়েছে। আমি গৃহকর্মীও রাখতে পারছি না, কারণ ওরা আমার বাড়িতে ওদের লোক বসিয়ে দিয়েছিল। গৃহকর্মীদের নিয়ে এত খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার! তারা এসে আমার জিনিস চুরি করত। এখন আমাকে নিজের সব কাজ নিজেই করতে হয়। আমি নিজের বাড়িতেই হয়রানির শিকার হচ্ছি। কেউ দয়া করে আমাকে সাহায্য করুন।” তনুশ্রীর এই আবেগঘন আবেদন সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। উদ্বিগ্ন অনুরাগী ও সাধারণ মানুষ মন্তব্য বিভাগে সহানুভূতির বার্তায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “সব ঠিক হয়ে যাবে! নিজের উপর বিশ্বাস রাখো।”
আরেকজন বলেন, “চিন্তা কোরো না, সব ঠিক হবে।”
তনুশ্রী আরও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে কিছু শব্দ শোনা যাচ্ছে। সেই সূত্র ধরে অভিনেত্রী লেখেন, “২০২০ সাল থেকে প্রায় প্রতিদিনই রাতবিরেতে আমার ছাদের উপর কিংবা দরজার বাইরে এইরকম জোরে আওয়াজ, ধাক্কাধাক্কি, মারাত্মক জোরে শব্দ হচ্ছে! আমি বিল্ডিং ম্যানেজমেন্টকে অনেকবার অভিযোগ করেছি, কিন্তু কোনও লাভ হয়নি।”
