দীর্ঘ বছর ধরে বলিউডে একাধিক গান ভক্তদের উপহার দিয়ে চলেছেন শ্রেয়া ঘোষাল৷ তাঁর গানের কনসার্ট দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ একাধিক পুরস্কারও রয়েছে বাঙালি গায়িকার ঝুলিতে৷ জাতীয় থেকে আন্তর্জাতিক পুরস্কার পাওয়া অভিনেত্রীর কেরিয়ার গ্রাফও তুঙ্গে৷ এবার এই স্বনামধন্য গায়িকার নামে বিস্ফোরক অভিযোগ উঠে এল৷ যা শুনলে চমকে যাবেন আপনিও৷
advertisement
তামিল গায়িকা তথা রেডিও জকি সুচিত্রা দাবি করেছেন, শ্রেয়ার কন্ঠস্বর নাকি পুরোপুরি নকল৷ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তামিল গায়িকা৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুচিত্রা অভিযোগ করেছেন, শ্রেয়া ঘোষালের গলার স্বর পুরো ভুয়ো৷ ওনার গলায় কোনও অনুভূতি নেই৷ উনি শুধু গানে পারফেকশন আনার চেষ্টা করেন৷ অনুভূতিহীন কন্ঠ৷ একথা শুনে রেগে আগুন হয়েছেন শ্রেয়ার ভক্তরা৷
শ্রেয়ার উপর এই অভিযোগ আনার পরই ফুঁসে উঠেছেন শ্রেয়ার ভক্তরা৷ একজন লেখেন, এই প্রথমবার মিউজিক ইন্ডাস্ট্রির কেউ শ্রেয়াকে নিয়ে এবং তাঁর গলা নিয়ে এমন নেতিবাচক মন্তব্য করেছেন৷ ভেবেই অবাক লাগছে৷ আরেকজন কমেন্টে বলেন, কে এই মহিলা? কী যোগ্যতা আছে শ্রেয়াকে নিয়ে এই মন্তব্য করার৷ আসলে সবটাই প্রচারের আলোয় আসার চেষ্টা মাত্র৷ অন্য একজন লেখেন, এই মহিলা নিজেও জানেন না উনি কী বলছেন৷ ঈশ্বর একে ক্ষমা করো৷ তবে শ্রেয়া ঘোষাল প্রথম নন, এর আগেও শাহরুখ খান, করণ জোহর-কে নিয়েও ভয়ঙ্কর খারাপ অভিযোগ এনেছেন৷