TRENDING:

'Taarak Mehta' Actor Missing: ৫ দিন ধরে নিখোঁজ অভিনেতা! ফ্লাইট ধরার কথা ছিল সকালে, রাতে রাস্তায় একী করছেন! CCTV ফুটেজে বিস্ফোরক তথ্য

Last Updated:

'Taarak Mehta' actor Gurucharan Singh: ২২ এপ্রিল সকাল ৮.৩০ টায় দিল্লি থেকে মুম্বইয়ের ফ্লাইট ধরার কথা ছিল। পুলিশ তাদের প্রাথমিক তদন্তে বলেছে, তিনি ফ্লাইটে চড়েননি। গুরুচরণের ফোন নম্বর ২৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গত ৫ দিন নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। গত ২২ এপ্রিল থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। জনপ্রিয় টিভি শো-তে রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করতেন তিনি। নিখোঁজ হওয়ার পরে দিল্লি পুলিশ একটি অপহরণ মামলা দায়ের করে। সম্প্রতি, আজ, শনিবার সিসিটিভিতে ২২ তারিখের ফুটেজে ধরা পড়েছে অভিনেতার ভিডিও।
নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং
নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং
advertisement

সিসিটিভি ফুটেজে গুরুচরণকে গত ২২ এপ্রিল রাত ৯.১৪ মিনিটে দিল্লির পালম এলাকায় পরশুরাম চকে দেখা গিয়েছে৷ পিঠে একটি ব্যাগ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে এবং তদন্তের জন্য ৫০ বছরের অভিনেতার ব্যাঙ্ক স্টেটমেন্টও খুঁতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: শৈশবেই অনাথ! কলেজে পুরস্কার দিতে গিয়ে ছাত্রীর প্রেমে পাগল হয়ে তিনবার বিয়ে বলি নায়কের, চিনতে পারলেন কি!

advertisement

গুরুচরণের বাবা হারগীত সিং শুক্রবার (২৬ এপ্রিল) দিল্লির পালাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন এবং পরে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৬৫ ধারার অধীনে একটি এফআইআর দায়ের করা হয়।

২২ এপ্রিল সকাল ৮.৩০ টায় দিল্লি থেকে মুম্বইয়ের ফ্লাইট ধরার কথা ছিল। পুলিশ তাদের প্রাথমিক তদন্তে বলেছে, তিনি ফ্লাইটে চড়েননি। গুরুচরণের ফোন নম্বর ২৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল, যার মাধ্যমে একাধিক লেনদেন করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
'Taarak Mehta' Actor Missing: ৫ দিন ধরে নিখোঁজ অভিনেতা! ফ্লাইট ধরার কথা ছিল সকালে, রাতে রাস্তায় একী করছেন! CCTV ফুটেজে বিস্ফোরক তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল