খবরটি প্রকাশ্যে আসার পর থেকে তারক মেহতা-প্রেমীদের মন ভাঙতে শুরু করেছে। দয়াবেনের শো ছাড়ার কথা কেউই বিশ্বাস করতে চাইছেন না। তবে নানা তথ্য ও সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটি খবরে এই ইঙ্গিতই স্পষ্ট হয়েছে। এমনিতেই একটা সময়ে বেশ কয়েক মাস ধরে দেখা যায়নি দিশাকে। শোনা যায়, মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন তিনি। তাই সিরিয়ালের শ্যুটিং থেকে দূরে রয়েছেন। আর এর পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা বাড়তে থাকে। প্রায় সবার মনেই একটাই জিজ্ঞাসা ছিল, তারক মেহতার পরিবারে কবে ফিরছেন দয়াবেন? তবে এবার হতাশা আরও বাড়বে। কারণ আর দেখা যাবে না সবার প্রিয় দয়াবেনকে।
advertisement
Koimoi-এর এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর তারক মেহতা কা উলটা চশমা সিরিয়ালের প্রযোজক সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনা হয় দিশার। বেশ কয়েকদিন ধরে কামব্যাক প্লট নিয়েও আলোচনা চলে। তবে পেমেন্ট সংক্রান্ত কোনও ইস্যুতেই না কি ঝামেলা শুরু হয়। বেশ কয়েকটি মিটিংয়ের পরও সেই সমস্যা মেটেনি। আর এর জেরেই শো ছাড়ার সিদ্ধান্ত নেন দিশা। ইতিমধ্যেই পরিচালক ও প্রযোজক বিষয়টি সম্পর্কে নিশ্চিত। তবে দিশার ফিরে আসা নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। আপাতত একটা ধোঁয়াশা রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে একটি অন্য প্রসঙ্গে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই সিরিয়াল। গত বছর ডিসেম্বরে আত্মহত্যা করেন এই জনপ্রিয় কমেডি ধারাবাহিকের চিত্রনাট্যকার অভিষেক মাকওয়ানা (Abhishek Makwana)। তাঁর সুইসাইড নোটে আর্থিক সমস্যার কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। অবশ্য পরিবারের অভিযোগ ছিল, সাইবার লোনের ফাঁদে পা দিয়ে এই ঘটনার শিকার হন অভিষেক মাকওয়ানা। এবার আর এক নতুন ধাক্কার মুখে এই কমেডি ধারাবাহিক!