সোমবার সকাল থেকেই তাপসীর বিয়ের খবরে সরগরম মিডিয়া। যদিও তাপসী নিজে এখনও কিছুই বলেননি। তবে সূত্রের খবর, তাপসী এবং ম্যাথিয়াস গত ২৩ মার্চ ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছেন তাঁরা। তাপসীর বন্ধুদের পোস্ট করা ছবি তেমনই প্রমাণ দিচ্ছে।
advertisement
অভিনেত্রী তাপসী পান্নু এবং প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী ম্যাথিয়াস বো পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন। মিডিয়ার খবর অনুযায়ী, বিয়ের আসর বসেছিল উদয়পুরে। তাপসীর প্রি-ওয়েডিং ফাংশন ২০ মার্চ শুরু হয়েছিল। দম্পতি তাদের বিয়ে গোপণেই সারতে চেয়েছেন। মিডিয়ার নজর এড়িয়েই ম্যাথিয়াসের সঙ্গে বিয়ে সেরেছেন তাপসী।
সূত্রের খবর অনুযায়ী, তাপসীর বিয়েতে বলিউডের খ্যাতনামা সেলেবরা উপস্থিত ছিলেন না। অভিনেত্রী শুধুমাত্র ইন্ডাস্ট্রির তার ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কাশ্যপ এবং কণিকা ধিলোনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুরাগ কাশ্যপ এবং তাপসী বহু ছবিতে একসঙ্গে এসেছেন। অনুরাগের পরিচালনায় অভিনেত্রী ‘মনমর্জিয়া’ এবং ‘দোবারা’ ছবিতে কাজ করেছেন।