TRENDING:

ফোনটা পকেটে রেখে দিন, না হলে ভেঙে ফেলব ! ফ্যানকে ধমক তাপসীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে তাপসী পান্নু এখন একটি নাম ৷ পিঙ্ক ছবির পর থেকে তাপসী একাই দর্শক টানতে সক্ষম ৷ আর তার প্রমাণ সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গেম ওভার ৷’ তাই তাপসী যখন স্টার তখন ফ্যানদের উৎপাত তো সহ্য করতেই হবে ! এমনই এক ঘটনার কথা সম্প্রতি বলে ফেললেন তাপসী ৷ যেখানে ফ্যানের ওপর এতটাই চোটে গিয়েছিলেন তাপসী যে ফ্যানের ফোনটাই ভেঙে ফেলতে চেয়েছিলেন !
advertisement

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তাপসী পান্নু জানিয়েছেন, ‘আমি আর আমার বোন মনমর্জিয়া ছবির শেষে ডিনারে গিয়েছিলাম ৷ গাড়ির জন্য পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি ৷ হঠাৎই এক ব্যক্তি মোবাইল দিয়ে ছবি তুলতে শুরু করে ৷ লোকটাকে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে উঠি ৷ সোজা বলি ফোন পকেটে রেখে দিন, না হলে ভেভে ফেলব !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

তাপসীর সোজা কথা, পারসোনাল প্লেসে কেউ ঢুকতে চাইলে আমি বিরোধিতা করবই ৷ ওই সময়টা আমার অত্যন্ত ব্যক্তিগত সময় ছিল ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফোনটা পকেটে রেখে দিন, না হলে ভেঙে ফেলব ! ফ্যানকে ধমক তাপসীর