TRENDING:

Swastika Dutta : মন ভাল নেই স্বস্তিকার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : রাধিকাকে হারিয়ে নতুন গন্তব্যের উদ্দেশে পাড়ি দিয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta) ৷ পুরনো ঠিকানা হারিয়ে বেশ মনখারাপ নায়িকার ৷ মন খারাপের কথা জানিয়েওছেন সামাজিক মাধ্যমে ৷
advertisement

২৩ জুলাই শেষ হয়ে গিয়েছিল শ্যুটিং ৷ ৭ অগাস্ট সম্প্রচারিত হল ‘কী করে বলব তোমায়’-এর শেষ পর্ব ৷ ধারাবাহিকের ক্লিপিংস শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, তাঁর আরও একটা যাত্রা শেষ হল ৷ দর্শকদের মিস করবেন তিনি ৷ তাঁর আশা, শুরু থেকে দর্শকদের যে ভালবাসা পেয়েছেন, একই রকম ভাবে তা পাবেন আগামি দিনগুলিতেও ৷

advertisement

১ বছর ৮ মাস ধরে সম্প্রচারিত হওয়ার পর বন্ধ হয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধরাবাহিক ‘কী করে বলব তোমায়’ ৷ এর আগে ‘দুগ্গা দুগ্গা’, ‘ভজ গোবিন্দ’, ‘বিজয়িনী’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন স্বস্তিকা ৷ তাঁকে দেখা গিয়েছে ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘অভিমান’, ‘যেতে নাহি দিব’-সহ একাধিক ছবিতেও ৷

advertisement

তবে সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর কাছে ‘কী করেব বলব তোমায়’ ধারাবাহিক খুব স্পেশাল ৷ কারণ এই প্রথম তাঁকে অন্তঃসত্ত্বার ভূমিকায় অভিনয় করতে হয়েছে ৷ সেটা তাঁর কাছে গভীর অনুভূতি ৷

ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, পরের চরিত্রের জন্য নিজের লুক বদলাচ্ছেন স্বস্তিকা ৷ ইতিমধ্যেই চুল কেটেছেন ৷ মন দিয়েছেন শরীরচর্চাতেও ৷ ‘রাধিকা’-র বিপরীতে কর্ণের চরিত্রে অভিনয় করা ক্রুশল আহুজাও আসছেন নতুন কাজে৷ তাঁকে এ বার দেখা যাবে প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের আগামী হিন্দি ধারাবাহিকে। তাঁরই জনপ্রিয় ধারাবাহিক ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেক এটি। সেখানেও নায়কের ভূমিকায় অভিনয় করবেন ক্রুশল ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন চরিত্রে নিজেকে ডুবিয়ে দেওয়ার পাশাপাশি স্বস্তিকার অবসর জুড়ে আছেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায় ৷ দু’জনের কাটানো প্রেমের অবসর মাঝে মাঝেই উঠে আসে তাঁদের সামাজিক মাধ্যমের প্রোফাইলে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Swastika Dutta : মন ভাল নেই স্বস্তিকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল