TRENDING:

প্রতারণার মামলা মিথ্যে, সবটাই ষড়যন্ত্র: সুজেন খান

Last Updated:

হৃত্বিক ছাড়াই খবরের শিরোনামে এবার চলে আসলেন সুজান খান ৷ তবে এবার সম্পর্কের ওঠা-নামা, বা কেচ্ছা নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হৃত্বিক ছাড়াই খবরের শিরোনামে এবার চলে আসলেন সুজান খান ৷ তবে এবার সম্পর্কের ওঠা-নামা, বা কেচ্ছা নয় ৷ প্রত্যারণার অভিযোগেই শিরোনাম কেড়ে নিলেন সুজান ৷ সম্প্রতি গোয়া পুলিশ ৪২০ ধারায় সুজান খানের বিরুদ্ধে আনল ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷ পুলিশের মতে মিথ্যে পরিচয় দিয়ে সুজান কোটি টাকার প্রতারণা করেছেন ৷
advertisement

তবে সুজান খান, এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন ৷ সুজান জানিয়েছেন, পুরোটাই ষড়যন্ত্র ৷ পুরো ঘটনাটাই এক আর্কিটেকের অভিসন্ধি বলে জানিয়েছেন সুজান ৷

বেশ কিছু বছর ধরেই সুজান খান ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করছিলেন ৷ এই ব্যবসায় বেশ নামও করেছিলেন সুজান ৷ এই ব্যবসার ওপর নির্ভর করেই হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ঘর ছেড়েছিলেন তিনি ৷ নিজের স্টুডিও তৈরি করেছেন সুজান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

খবর অনুযায়ী, ২০১৩ সালে একটি রিয়েল এস্টেট কোম্পানি সুজানকে একটি বড় কাজের অফার দেয় ৷ কাজটি পেয়ে সুজান নিজেকে আর্কিটেক হিসেবে পরিচয় দেন ৷ কিন্তু কোম্পানির দাবি সুজান ১ কোটি ৮৭ লক্ষ টাকার কাজ করতে পারেননি ৷ এরপর কোম্পানির উদ্যোগে কাউন্সিল অফ আর্কিটেকচর সুজানের রেজিস্ট্রেশন নম্বর জানতে চায় ৷ কিন্তু সুজান তা জমা দিতে পারেননি৷ এর ওপর নির্ভর করেই সুজানের বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করে গোয়া পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রতারণার মামলা মিথ্যে, সবটাই ষড়যন্ত্র: সুজেন খান