TRENDING:

সুশান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ, অভিনেত্রী শেয়ার করলেন চ্যাটের স্ক্রিনশট !

Last Updated:

চ্যাটে অভিনেত্রীর সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছিলেন সুশান্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এখনও কেউ বিশ্বাসই করতে পারছে না বলিউডের হার্টথ্রব ও প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই ৷ বার বারই চোখের সামনে ভেসে উঠছে সুশান্তের হাসি মুখ৷ ফ্যান থেকে শুরু করে সুশান্তের বন্ধুরাও বার বারই ভেসে যাচ্ছেন সুশান্তের নস্ট্যালজিয়ায় ৷ সবাই একটাই কথা বলে চলেছে, এত হাসি-খুশি ছেলেটা এভাবেই নিজের পরিণতি ডেকে আনল !
advertisement

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু অংশ শেয়ার করলেন ডান্সার ও অভিনেত্রী লরেন গোটলিয়েব (Lauren Gottlieb)৷ চ্যাটে অভিনেত্রীর সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছিলেন সুশান্ত ৷ সেই চ্যাটেরই স্ক্রিনশট শেয়ার করলেন লরেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সেই চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘হঠাৎ করেই ফোনের মধ্যে খুঁজে পেলাম সুশান্তের সঙ্গে আমার চ্যাট ৷ আর সেটা দেখেই মনটা খারাপ হয়ে গেল ৷ কী ভদ্র মানুষ ছিলেন সুশান্ত ৷ সবার সঙ্গে কী সুন্দর করে কথা বলতেন তিনি ৷ সবাইকে সম্মান করে কথা বলতেন সুশান্ত ৷ তার এই পরিণতি ! এই মুহূর্তে চারিদিকে শুধু প্রতিহিংসার কথা হচ্ছে ৷ তারই মাঝে এই চ্যাট যেন কিছুটা মন ভালো করে দেয়... সঙ্গে এক ভাল মানুষের কথা মনে করিয়ে দেয় ৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সুশান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ, অভিনেত্রী শেয়ার করলেন চ্যাটের স্ক্রিনশট !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল