স্পটলাইটে থাকতে বরাবরই পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড সক্রিয় সুহানা খান। সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতে চলেছে জোয়া আখতার। দ্য আর্চি -ছবিতেই দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা । এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি। এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা।
advertisement
জানা গিয়েছে, সম্প্রতি ১২.৯১ কোটি টাকা দিয়ে একটি জমি কিনেছেন শাহরুখ-তনয়া। মূলত ইনভেস্টমেন্টের কারণেই এই জমিটি তিনি কিনেছেন বলে মনে করা হচ্ছে।
তবে সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন একেবারে অন্য কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি তার প্রেমিক অন্য কোনও মেয়ের সঙ্গে প্রেম করে। যাতে সুহানা জবাব দেন, ‘ভেরোনিকার কাছেও কিন্তু ছেলেদের লম্বা তালিকা আছে।’ তবেসুহানা কিন্তু তা করবে না। শাহরুখ কন্যার স্পষ্ট জবাব , ‘আমি এরকম জানতে পারলে ব্রেকআপ করে দেব।’ সম্ভবত ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে দ্য আর্চি।