TRENDING:

শেষ হতে চলেছে ‘আয় তবে সহচরী’! কনীনিকার শারীরিক অবস্থা না, কারণ অন্য...

Last Updated:

Koneenica Banerjee: যদিও এরমধ্য়ে খানিক বাধ্য হয়েই দেবের ‘প্রজাপতি’র জন্য একদিন শ্যুটিং করেছেন। তবে মেগায় ফিরতে হলে আরও কিছুটা সময় দরকার তাঁর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্টার জলসায় আসছে একের পর এক নতুন মেগা সিরিয়াল। ফলে স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে চলেছে পুরনো জনপ্রিয় সিরিয়ালগুলো। মাত্র তিনদিন আগেই বন্ধ হয়েছে ‘খড়কুটো’ এবং ‘মন ফাগুন’। আবার এক মন খারাপ করা খবরের ইঙ্গিত। এবার শেষ হতে চলেছে ‘আয় তবে সহচরী’। ‘এক্কা দোক্কা’ আসায় সময় পরিবর্তন হয়েছে সহচরীর। এবার তো বন্ধ হওয়ার গুঞ্জন ‘আয় তবে সহচরী’র।
advertisement

এই মুহূর্তে সহচরীর ছেলে টিপু এবং সহচরীর বন্ধু বরফির দাম্পত্যে যে রকম উথাল পাথাল পরিস্থিতি, তার উপরে তাঁরা একে অপরকে প্রেম নিবেদনও করেনি। ফলে এই রকম রোমাঞ্চকর মোড়ে এসে বন্ধ হয়ে যেতে পারে নাকি ধারাবাহিক?

বেশ কিছুদিন আগেই 'আয় তবে সহচরী' থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। 'আয় তবে সহচরী'-তে এখন আর সহচরী নেই। গল্পে দেখান হয়েছে, সোনা দাদুর চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছে নায়িকা। অন্য কারও নয়, নিজের চিকিৎসার জন্যই চেন্নাই পাড়ি অভিনেত্রী। নিউজ18 বাংলাকে কণীনিকা জানিয়েলেন, "তিনি পরিবারের সঙ্গে চেন্নাই গিয়েছিলেন। শিরদাঁড়ায় জটিলতা দেখা দিয়েছে তাঁর। তার জন্যই অস্ত্রোপচার করতে গিয়েছেন। আট বছর আগেও শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছিল কণীনিকার। আবারও সেখানেই সমস্যা দেখা দিয়েছে। এবং বেশ জটিল।"

advertisement

তিনি বলেছিলেন, ''আবার উঠে দাঁড়াতে পারলে নিশ্চয়ই অভিনয় করব।''

যদিও এরমধ্য়ে খানিক বাধ্য হয়েই দেবের ‘প্রজাপতি’র জন্য একদিন শ্যুটিং করেছেন। তবে মেগায় ফিরতে হলে আরও কিছুটা সময় দরকার তাঁর। যদিও লিডিং লেডিকে ছাড়া দীর্ঘদিন সিরিয়াল চালিয়ে নিয়ে যেতে আগ্রহী নয় চ্যানেল, এমনই কানাঘুষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়।

আরও পড়ুন: সৃজিত-পঙ্কজের শেরদিল! শ্য়ুটিং ফ্লোর থেকে স্মৃতি শেয়ার করলেন আর্ট ডিরেক্টর তন্ময়

advertisement

বুধবারই প্রকাশ্যে এলেছে জলসার আসন্ন মেগা ‘হরগৌরী পাইস হোটেল’-এর ট্রেলার। যিশু-নীলাঞ্জনার প্রযোজনা সংস্থার এই মেগা সিরিয়ালে লিড রোলে থাকছেন রাহুল মজুমদার এবং নবাগতা শুভস্মিতা মুখোপাধ্যায়। ‘সাহেবের চিঠি’, ‘নবাব নন্দিনী’, ‘মাধবীলতা’র পর জলসার আবার এক নতুন সিরিয়াল। এছাড়াও খুব শীঘ্রই টেন্ট সিনেমার নতুন সিরিয়াল আসছে স্টার জলসায়, যেখানে জুটিতে ফিরবেন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক খ্যাত তিয়াসা-নীল।

advertisement

আরও পড়ুন: ‘আমি তাঁর সঙ্গে দেখা করেছি...’! রাহুল গান্ধীর সঙ্গে বলিউডের বর্তমান অবস্থার তুলনা করলেন স্বরা ভাস্কর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কণীনিকার শরীর খারাপ না, নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’-এর জন্যই বন্ধ হচ্ছে সিরিয়াল। ঠিক এক বছর আগেই শুরু হয়েছিল সহচরী-বরফির সফর। অসম বয়সী দুই নারীর বন্ধুত্বের গল্প ছিল একেবারেই আলাদা, দর্শককে বেশ আকর্ষণ করেছিল তা। তবে লিড চরিত্র ছাড়া কি সিরিয়াল চলে?

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষ হতে চলেছে ‘আয় তবে সহচরী’! কনীনিকার শারীরিক অবস্থা না, কারণ অন্য...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল