TRENDING:

Sriparna Roy: ঋদ্ধির নয়া প্রেম রুক্মিণী? শ্রীপর্ণার সঙ্গে জুটি গৌরবের, 'গাঁটছড়া'য় গল্পের নয়া মোড়

Last Updated:

'গাঁটছড়া'য় জুটি বাঁধতে চলেছেন গৌরব ও শ্রীপর্ণা। মেগায় শ্রীপর্ণা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন খড়ি রূপে ফিরেছেন তিনি। কিন্তু তা নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঋদ্ধির জীবনে নতুন প্রেম। ‘গাঁটছড়া’য় জুটি বাঁধতে চলেছেন গৌরব ও শ্রীপর্ণা। মেগায় শ্রীপর্ণা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই ভেবেছিলেন খড়ি রূপে ফিরেছেন তিনি। কিন্তু তা নয়। তাঁর চরিত্রের নাম রুক্মিণী সেনগুপ্ত। তাঁর চরিত্রটিকে শুরুতে দেখা গিয়েছে নেগেটিভ সেডে। ঋদ্ধির উপর প্রতিশোধ নেওয়ার জন্যই সে এসেছে এমনটাই দেখান হচ্ছে। কিন্তু পরে তারা সম্ভবত জুটি বাঁধবেন।
advertisement

তবে শুধু খড়ি বা রুক্মিণী নয়। ধারাবাহিকের ঋদ্ধির জীবনে এসেছে অনেক প্রেম। ধারাবাহিকের একদম শুরুতে দেখানো হয়েছিল ঋদ্ধি, শ্রীমা ওরফে পর্দার দ্যুতির প্রেমে পড়েছিল। তারপর তাঁর সঙ্গেই বিয়ের ঠিক হয়েছিল ঋদ্ধির। কিন্তু নানা ঘটনা চক্রে দ্যুতি বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে যায়। তখন মায়ের চাপে পরে খড়ি বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়। ঋদ্ধি ও খড়ির বিয়ে হয়।

advertisement

আরও পড়ুন: কাপড়ের আড়ালে পোশাক বদলের ভয়াবহ অভিজ্ঞতা! ভ্যানিটি ভ্যান নিয়ে কৃতজ্ঞ কাজল থেকে জয়া

প্রথমে তাদের মধ্যে স্বাভাবিক স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল না। অবশেষে নানা ভুল বুঝোবুঝি পেরিয়ে তারা এক হয়। তারপরেই খড়ির অ্যাক্সিডেন্ট হয়। বেশ কিছুদিন পর্দার খড়ি শোলাঙ্কিকে তখন দেখা যায়নি। সেই সময় ঋদ্ধিমানের জীবনে আসে তার প্রিয় বন্ধু। এই চরিত্রে দেখা গিয়েছিল জ্যাসমিনকে। তাদের বিয়েও ঠিক হয়।

advertisement

আরও পড়ুন: ‘মুকুট’ ছেড়ে শ্রীপর্ণা এবার ‘গাঁটছড়া’য়! কোন চরিত্রে আসছেন তিনি? জেনে নিন

কিন্তু খড়ি ফিরে আসায় তার সম্ভব হয়ে ওঠে না। পাশাপাশি ঋদ্ধিও কেবল খড়িকেই ভালবাসত। তাই পর্দায় জ্যাসমিন-গৌরবের সম্পর্ককে নিঘাত বন্ধুত্ব হিসেবে দেখানো হয়।

এরপর খড়ি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেলে, বিন্দি আসে ঋদ্ধিমানের জীবনে। কিন্তু তাদের অসমবয়সী প্রেম দর্শকদের ভাল লাগেনি, নানা বিতর্কের ঝড় উঠেছে। পাশাপাশি টিআরপিও গিয়ে ঠেকেছে তলানিতে। আর তারপরেই এই বিশেষ চমক। রুক্মিণী রূপে শ্রীপর্ণার আগমন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এতদিন ‘মুকুট’ ধারাবাহিকে দোলের চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। কিন্তু কিছু সমস্যার জন্য তিনি মেগা থেকে সরে যান। তারপর কয়েকটা দিন যেতে না যেতেই আবার তাকে গাঁটছড়ায় নতুন রূপে দেখে দর্শকরাও আপ্লুত। পাশাপাশি ঋদ্ধি-রুক্মিণীর জুটি নিয়ে বেশ আগ্রহী অনুরাগীরা। তবে কি এই জুটির হাত ধরেই আবার টিআরপি তালিকায় সেরা দশের জায়গা করে নেবে, ‘গাঁটছড়া’ এখন সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sriparna Roy: ঋদ্ধির নয়া প্রেম রুক্মিণী? শ্রীপর্ণার সঙ্গে জুটি গৌরবের, 'গাঁটছড়া'য় গল্পের নয়া মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল