‘O2কু সবার’ উদ্যোগে সৃজিত ছাড়াও আছেন রানা সরকার, অর্কদীপ মল্লিকা নাথ এবং চৈতালি বিশ্বাস৷ প্রথমে তাঁদের প্রয়াস ছিল সুলভে অক্সিজেন সরবরাহ ৷ সে সময় তাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভবিষ্যতে সেফ হোম খোলা হবে ৷ রাসবিহারীতে সেই নিরাপদ আবাস খুলে কথা রাখল ‘O2কু সবার’৷ ২৫ শয্যার এই সেফ হোমে চিকিৎসক, ওষুধ, নার্স, অক্সিজেন-সহ কোভিড উপযোগী সব পরিষেবা পাওয়া যাবে ৷
advertisement
পাশাপাশি রাজ্য সরকার ও O2কু সবার-এর উদ্যোগে দুই চব্বিশ পরগনা জেলা হাসপাতালে রাখা হয়েছে মোট ১০টি অক্সিজেন বাস ৷ সেখানে হাসপাতাল সুপারের তত্বাবধানে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছে ৷ স্বেচ্ছাসেবকরা উপস্থিত আছেন দিনভর ৷ এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘মোবাইল সেফ হোম’ অর্থাৎ ভ্রাম্যমাণ নিরাপদ আবাস ৷ সাধারণ মানুষের কাছে O2কু সবার-এর আর্জি, বাড়িতে ফেলে না রেখে ওখানে রোগীদের রেফার করা হোক ৷
পাশাপাশি, O2কু সবার-এর পক্ষ থেকে কলকাতার বিভিন্ন এলাকায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে ৷ যাঁদের সাধ্য নেই, তাঁদের কাছে কোনও অর্থ চাওয়া হচ্ছে না ৷ যাঁরা দিতে পারবেন, তাদের উপরও কোনও নির্দিষ্ট অঙ্ক চাপিয়ে দেওয়া হচ্ছে না ৷ তাঁরা নিজেরা যেটুকু দেবেন, সেটা দিয়েই বাকিদের কাছে নিখরচায় পরিষেবা পৌঁছে দিচ্ছে O2কু সবার ৷