লন্ডন: টলিউড-বলিউড পেরিয়ে এবার পাশ্চাত্য ছবির দুনিয়ায় পা বাড়ালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথমবার ইংরেজি সিনেমা পরিচালনা করতে চলেছেন তিনি। শার্লক হোমস স্রষ্টা স্যর আর্থার কোনান ডয়েলকে ঘিরে তৈরি হচ্ছে এই সিনেমা। ছবির নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। ডয়েলের উত্তরসূরীদের উপস্থিতিতে লন্ডন সিটির দ্য গিল্ডহলে নতুন ব্রিটিশ–ভারতীয় পূর্ণদৈর্ঘ্য ছবির ঘোষণা করা হল। তবে শুধু পরিচালক নন, সিনেমার সহ প্রযোজকের ভূমিকাও পালন করতে চলেছেন তিনি।
advertisement
উল্লেখ্য, এর আগে শার্লক হোমসকে নিয়ে হিন্দি ওয়েব সিরিজ শেখর হোমস পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বিবিসি প্রযোজিত সেই সিরিজের পরিচালনা বহুল প্রশংসিত হয়েছে। এই ছবিতে উঠে আসবে স্যর আর্থার কোনান ডয়েলের (Arthur Conan Doyle) বহুমুখী জীবন। লেখক, চিকিৎসক, মানবতাবাদী- সাহিত্যিকের সবকটি দিকই থাকছে এই চিত্রনাট্যে। সঙ্গে থাকবে তাঁর অমর সৃষ্টি, শার্লক হোমস, যা শতাধিক বছর পরেও সমান জনপ্রিয়।
এবারে সৃজিত শুধু পর্দায় রহস্য উন্মোচন করবেন না, বরং খানিক ভিন্ন আঙ্গিকে তুলে ধরবেন শার্লক স্রষ্টার কল্পলোককে। ডয়েলের কল্পজগৎ এবং বাস্তব কীভাবে একে-অন্যের পাশে সমান্তরালে চলবে? ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’-এ সেটাই তুলে ধরবেন পরিচালক। সংবাদমাধ্যমের কাছে সৃজিত জানিয়েছেন, ‘মিসেস গিলক্রিস্ট’-এর হত্যা দিয়ে শুরু হবে গল্প। বাকি রহস্য এখনই ফাঁস করতে চান না তিনি!
লন্ডন সিটির দ্য গিল্ডহলে নতুন এই ব্রিটিশ–ভারতীয় পূর্ণদৈর্ঘ্য ছবির ঘোষণা করা হয়। ঘোষণার সময়ে উপস্থিত ছিলেন বিএফআই বোর্ড অব গভর্নর্স-এর সদস্য মণিকা চাড্ডা, বিএফআই-এর আন্তর্জাতিক প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, বিএফআই আর্কাইভ প্রধান আরিকে ওকে, ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন, এবং বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার-কিয়ান। কোনান ডয়েল এস্টেটের পক্ষ থেকে উপস্থিতি যেমন ছিল, তেমনই ডয়েল পরিবারের সদস্য রিচার্ড পুলি ও রিচার্ড ডয়েল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সময় কোনান ডয়েলের জীবনের বিভিন্ন দিক দেখানোর জন্য একটি প্রদর্শনীও রাখা হয়েছিল। যেখানে তাঁর সাহিত্য, আইন ও সামাজিক কাজের কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানো হয়। চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, এই ছবিটি কোনান ডয়েলের কল্পনা শক্তি ও নৈতিক সাহসকে উদযাপন করবে। কবে থেকে শুরু হচ্ছে শ্যুটিং, তা এখনও জানা যায়নি৷
