সব ঠিক থাকলে রবিবার তাঁর ছুটির কথা জানানো হয়েছিল৷ সব রিপোর্ট স্বাভাবিক থাকার ফলে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় রবিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷ বাড়ি ফিরে সকলকে ধন্যবাদ জানিয়েছেন সৃজিত৷
advertisement
তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন… Thank you all for the prayers and good wishes – my currently diagnosed abnormally thick arterial walls are overwhelmed by the graffiti of your love. May the blood thinning medication never dilute this deluge of concern.
P.S Okay Chicken…let us start afresh. We can make this relationship work.
তাঁর এই পোস্ট থেকে স্পষ্ট যে আপাতত তিনি সুস্থ থাকলেও খাওয়া-দাওয়ার উপরে নিষেধাজ্ঞা রয়েছে তাঁর৷ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ-এ সাধারণত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় কিছু পরিবর্তনের নির্দেশ থাকে৷ অটোগ্রাফের পরিচালকের ক্ষেত্রেও তেমনটাই যে হয়েছে, তাঁর এই লেখায় সেটা স্পষ্ট৷
ইতিমধ্যেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৫ বছর হতে চলেছে সৃজিৎ মুখোপাধ্যায়ের৷ এই ১৫ বছর তিনি বহু উল্লেখযোগ্য ছবি উপহার দিয়েছেন দর্শকদের৷ তৈরি করেছেন নিজস্ব একটা ঘরনা৷ ঋতুপর্ণ ঘোষ পরবর্তী যে সব উজ্জ্বল পরিচালককে পেয়েছে টলিউড তাঁর মধ্যে সৃজিৎ মুখোপাধ্যায় অন্যতম৷ অটোগ্রাফ থেকে শুরু করে সাম্প্রতিক কিলবিল সোসাইটি, সৃজিতের ছবি মানেই বাড়তি উৎসাহ থাকে দর্শকদের৷ ফলে তাঁর শরীর খারাপের খবরে চিন্তিত ছিলেন সকলে৷ তবে আপাতত তিনি সুস্থ এবং কাজে ফিরবেন তাড়াতাড়ি, এমন জানা গিয়েছে৷ তাঁর পরবর্তী ছবি লহ গৌরাঙ্গের নাম রে৷