এবার ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীজাত। কবিতার সঙ্গে সিনেমার এক সুন্দর মেল আছে। সেই মেল ধরেই ছবির পরিচালনার কথা ভাবছেন শ্রীজাত। তাঁর ছবির প্রযোজক রানা সরকার। ছবির পরিচালনা, স্ক্রিপ্ট, গান সবটাই তাঁর। গানের সুর করবেন প্রিয় বন্ধু জয় সরকার। আপাতত ছবির নাম ভাবা হয়েছে 'মানবজমিন'। তবে এই নাম ফাইনাল নয়। একটি মিটিংয়ের পর নাম ফাইনাল হবে। আপাতত এটাই ভাবনা। তবে এই নামের সঙ্গে কিন্তু সাহিত্যিক শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উপনাস্যের কোনও মিল থাকছে না।
advertisement
কবি মনে করেন কবিতা, গান মানুষকে অনেক কিছু বলে। কিন্তু ছবি তাঁর থেকেও বেশি দাগ কেটে যায় মানুষের মনে। তাঁর অনেক কথা জমে আছে। যা বলে যাওয়া খুব দরকার। সেই ভাবনা থেকেই তৈরি হবে ছবি। তবে প্রথমে তাঁর ওপর অনেকেই ভরসা করেননি। ভরসা রেখেছেন বন্ধু রানা সরকার। তবে এই ছবিতে কারা অভিনয় করবেন, গল্পের প্লটই বা কি সে সব কিছু জানা যায়নি। শ্রীজাত চান একটু অন্য ধরণের ছবি বানাতে। ভালোবাসা আর রসিকতা যদি মিলে যায় তবে সে ছবি মনে দাগ কাটবেই। অনেকটা তপন সিনহার ঘরানায় পুরনো স্বাদ ফিরিয়ে আনতে চান শ্রীজাত। এই খারাপ সময়ে মানুষকে ভালো কিছু উপহার দিতে পারাটা সত্যিই প্রশংসার। কবিতায় সকলের মন জয় করেছেন তিনি। গানেও ভরিয়েছেন মন। এবার নতুন করে শ্রীজাতর স্বপ্ন কথা বলবে বাংলা সিনেমায়। তাঁর বন্ধুদের মধ্যে প্রিয় একজন সৃজিত। সৃজিতের ছবিতে অভিনয়ও করেছেন শ্রীজাত। এবার বন্ধুর মতোই পরিচালনার পথে হাঁটবেন কবি। আর সে ছবি যে সত্যিই প্রশংসনীয় হবে তা হলফ করেই বলা যায়। শ্রীজাতকে ভরসা রেখে নতুন কিছু পাবে এবার টলিউড।