TRENDING:

‘ইংলিশ ভিংলিশ’-এর অভিনেত্রী সুজাতা কুমার প্রয়াত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অবশেষে হেরেই গেলেন তিনি। ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে আত্মসমর্পণ করলেন অভিনেত্রী সুজাতা কুমার। ২০১২ সালে মুক্তি পাওয়া বিখ্যাত ছবি 'ইংলিশ ভিংলিশ'-এ শ্রীদেবীর বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদ ট্যুইট করে জানান তাঁর বোন অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি।
advertisement

গত ফেব্রুয়ারিতে আচমকাই প্রয়াত হয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এ বার চলে গেলেন ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে তাঁর সহ অভিনেত্রী সুজাতা কুমার।

স্টেজ ফোর ক্যাটাগরির ক্যান্সার ছিল সুজাতা কুমারের। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর অবস্থার অবনতি এবং শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ে। ১৯ আগস্ট রাত ১১টা ২৬ মিনিটে তাঁর মৃত্যু হয় বলে ট্যুইটে জানান সুচিত্রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

'ইংলিশ ভিংলিশ' ছাড়াও করণ জোহরের 'গোরি তেরে পেয়ার মে', আনন্দ এল রাইয়ের 'রঞ্ঝনা', সঞ্জয় লীলা বনশালীর 'গুজারিশ'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কয়েকটি টিভি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ইংলিশ ভিংলিশ’-এর অভিনেত্রী সুজাতা কুমার প্রয়াত