TRENDING:

ইমরান হাশমিকে সরিয়ে হিরো হচ্ছেন শ্রীসান্থ !

Last Updated:

দেখুন কাণ্ড ৷ শেষমেশ ইমরান হাশমির মতো জবরদস্ত হিরোকে ছবি থেকে সরিয়ে দিলেন ক্রিকেটর শ্রীসান্থ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দেখুন কাণ্ড ৷ শেষমেশ ইমরান হাশমির মতো জবরদস্ত হিরোকে ছবি থেকে সরিয়ে দিলেন ক্রিকেটর শ্রীসান্থ ! অবশ্য ম্যাচ ফিক্সিংয়ের কাণ্ডে পড়ে শ্রীসান্থ এখন আর ক্রিকেটর নন ৷ বরং বিয়ে করে, রেস্তোরাঁর মালিক হয়ে দিব্য সংসার করছেন৷ তবে বলিউডে কিন্তু চেষ্টা করেই চলেছেন শ্রীসান্থ ৷
advertisement

ইতিমধ্যেই পূজা ভাট শ্রীসান্থকে সই করে ফেলেছেন তাঁর আগামী ছবি ‘ক্যাবারে’তে ৷ রিচা চড্ডার সঙ্গে জুটি বেঁধে এই ছবিই হবে শ্রীসান্থের প্রথম ছবি ৷ তবে প্রথম ছবি মুক্তি পেতে না পেতেই, শ্রীসান্থের ঝুলিতে নতুন অফার ৷ শোনা গিয়েছে ইমরান হাশমি অভিনীত হিট ছবি ‘অক্সর’-এর সিকোয়েলে দেখা যাবে শ্রীসান্থকে ৷ আর শ্রীসান্থের সঙ্গে জুটি বাঁধছেন জরিন খান ৷

advertisement

বলিউডের গুঞ্জন বলছে, ছবিতে শ্রীসান্থকে দেখা যাবে জরিন খানের প্রেমিক হিসেবে ৷ তবে ছবির প্রযোজক বরুণ বাজাজ জানিয়েছেন, শ্রীসান্থ এই ছবিতে কেমিও চরিত্র করবেন ৷ তবে সেই চরিত্র খুবই গুরুত্বপূর্ণ ৷ ‘অক্সর’-এর সিকোয়েলে জরিন খান, শ্রীসান্থ ছাড়াও অভিনয় করবেন টেলিস্টার গৌতম রোডে, লিলেট দুবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আগের ‘অক্সর’ ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, উদিতা গোষ্মামি ও ডিনো মরিয়া ৷ এই ছবির হিমেশ রেশমিয়ার গাওয়া ছবির ‘একবার আজা আজা’ গানটি খুব জনপ্রিয় হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইমরান হাশমিকে সরিয়ে হিরো হচ্ছেন শ্রীসান্থ !