TRENDING:

বাংলা ছবিতে গান গাইলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মন্ত্রিত্ব সামালাচ্ছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে ৷ সারাদিন বিভিন্ন কাজের জন্য প্রচুর ব্যস্ততা ৷ দলের কাজ থেকে বিদ্যুৎমন্ত্রকের কাজ ৷ এরই সঙ্গে রয়েছে বিভিন্ন সমাজসেবামূলক কাজ ৷ সবেতেই সিদ্ধহস্ত এ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ যতোই ব্যস্ততা থাকুক না কেন ৷ মানসিক শান্তি না থাকলে, কোনও কাজই যে ব্যালান্স করে করা যাবে না এটাই মত শোভনবাবুর ৷ আর মানসিক শান্তির জন্য সংস্কৃতি চর্চার চেয়ে ভাল কিছু কি হতে পারে?
advertisement

উত্তরটা আর বলার অপেক্ষা রাখে না ৷ আর তাই শোভনবাবুর বাড়িতেও বরাবরই গানের চর্চা হয়ে আসছে ৷ সে রবীন্দ্রজয়ন্তী হোক কিংবা হোলি, সবেতেই অংশ নেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ এবার একটি বাংলা ছবিতে গান গাইলেন মন্ত্রীমশাই ৷ ছবির নাম ‘আবার বসন্ত বিলাপ’৷ আপকামিং এই ছবির পরিচালক রাজেশ দত্ত ওবং ইপ্সিতা রায় সরকার ৷

advertisement

শোভনবাবুকে এই ছবিতে গান গাওয়ার জন্য রাজি করালেন কীভাবে? এই প্রশ্নটা করা হয়েছিল পরিচালক ইপ্সিতা রায় সরকারকে ৷ তিনি জানালেন সেই ঘটনা ৷

‘‘আসলে শোভনবাবুর সঙ্গে আমাদের আলাপ দীর্ঘ দিনের ৷ অনেক ঘরোয়া অনুষ্ঠানে তিনি উদাত্ত কন্ঠে গান গেয়ে উঠতেন ৷ ছবিটা তৈরি করার কথা যখন চলছিল তখন শোভনবাবুকে এই আবার বসন্ত বিলাপে একটা গান গাওয়ার অনুরোধ করা হয় ৷’’

advertisement

তবে প্রথমটায় নাকি রাজি হননি শোভনবাবু ৷ বেশ কয়েকদিন ধরে আবদার, সাধ্য-সাধনার পর রাজি হন তিনি ৷ এরপর কয়েকবার ছবির সঙ্গীত পরিচালক শুভদীপ দাশগুপ্তের সঙ্গে রিহার্সালও করেন তিনি ৷ আসলে তিনি নাকি কোনও প্রস্তুতি ছাড়া ছবির জন্য গান গাইতে চাননি ৷ শুরু হল রেকর্ডিং একটি কীর্তানাঙ্গের গান গেয়েছেন তিনি ৷ আর কিছুদিন পরেই মুক্তি পেতে চলেছে মুনমুন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মীর অভিনীত ‘আবার বসন্ত বিলাপ’৷ আর সেই ছবির শুরুই হবে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গান দিয়ে ৷

advertisement

‘আবার বসন্ত বিলাপ’ ছবির মিউজিক লঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়, মুনমুন সেন, রাজেশ দত্ত ওবং ইপ্সিতা রায় সরকার, শুভদীপ দাশগুপ্ত, অনুভব কাঞ্জিলাল ও অন্যান্যরা ৷ ছবি:  অ্য়াডভার্ব ৷

এ ছবিতে তাঁর অভিনয়ের ঝলকও দেখা যাবে ৷ আসলে ছবির শুরুতে একটি প্রভাত ফেরি দেখা যাবে ৷ আর সেখানে গান গাইতে দেখা যাবে শোভনবাবুকে ৷

advertisement

কেমন লাগল এই নতুন এক্সপেরিয়েন্স ?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হেসে শোভনবাবু জানালেন, ‘‘এই সিনেমার পরিচালকদ্বয় রাজেশ দত্ত এবং ইপ্সিতা রায় সরকারের বিশেষ অনুরোধে একটি কীর্ত্তনমুখী গান করেছি। যদিও আমি ছোটবেলা থেকে গানবাজনা, নাটক, গান লেখা এসব করতে ভালোবাসতাম, বহুবছর আগে আমি ট্রেড ইউনিয়ন নেতা ভুমিকায় একটি টিভি সিরিয়ালের জন্য গান গেয়েছিলাম তবে তখন চর্চা ছিল ,রিহার্শেল করাতাম,গলা আরও ভাল ছিল, তারপরও এবার ভালই লাগল।’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলা ছবিতে গান গাইলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দেখুন ভিডিও