ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে জমজমাটি তেলুগু ছবি ‘ভোলা শঙ্কর’-এর শ্যুট চলছে। ভিড় জমে গিয়েছে চারদিকে। প্রচণ্ড ব্যস্ত তারকার ঝলক দেখা গেল দূর থেকে। গ্যাংস্টার-ট্যাক্সি চালকের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। চালকের নীল রঙের পোশাক পরে দেখা গেল তারকাকে। চিরঞ্জীবীর চারদিকে দেহরক্ষীরা তাঁকে ঘিরে রেখেছেন। চিরঞ্জীবীর সঙ্গে শ্যুটিং শুরু করলেন তমান্না ভাটিয়া।
আরও পড়ুন: শহরে চিরঞ্জীবী! কলকাতায় কোথায় কোথায় ঘুরে ছবির শ্যুট হবে জানেন
advertisement
মহা আয়োজন সেই শ্যুটিংয়ের। রাস্তার মাঝেই মস্ত মস্ত ক্যামেরা পেতে শ্যুট চলছে। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তায় কাজ চলছে। কলকাতার প্রেক্ষাপটে মেহের রমেশ পরিচালিত এই ছবির গল্প তৈরি হয়েছে।
ইতিমধ্যেই হলুদ ট্যাক্সিতে তাঁর বসে থাকার ছবি সাড়া ফেলেছে অনুরাগীমহলে। কথা ছিল, মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কলকাতায় কাজ শুরু করবেন অভিনেতা। সেই পরিকল্পনা মতোই প্রস্তুতি সারা। আগামী ১০ মে পর্যন্ত শ্যুট চলবে এই শহরে।
চিরঞ্জীবীর সঙ্গেই এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তমন্না ভাটিয়া এবং কীর্তি সুরেশকে। সূত্রের খবর, তমন্না থাকবেন চিরঞ্জীবীর বিপরীতে। কীর্তিকে দেখা যাবে অভিনেতার বোনের ভূমিকায়। জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশাপাশি ময়দান, কালীঘাটের মতো জায়গাতেও হবে ছবির শ্যুট।