দীর্ঘদিন পর এবার সামনে এল সুখবর৷ ভক্তদের জন্য খুশির খবর শোনালেন ছবির প্রযোজক৷ ২০২৩ সালের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং৷ একথা খোদ জানালেন ছবির প্রযোজক৷ জানা গিয়েছে, সৌরভের বায়োপিকের প্রযোজনা করবেন লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ৷ গত শুক্রবার ২৬ মে মহারাজার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন৷ বিগত কয়েকদিন ধরেই তাঁরা কলকাতাতেই আছেন৷ আরও জানা গিয়েছে, দাদার সঙ্গে ছবি নিয়ে প্রায় অনেকক্ষণ কথাও বলেন চিত্রনাট্য দিয়ে৷ ফাইনাল আলোচনার পরই বায়োপিকের চিত্রনাট্য লেখার কাজ শুরু করতে চান নির্মাতারা৷ সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে কিংবা ২০২৪ সালের জানুয়ারি মাসেই শুরু হবে ছবির শ্যুটিং৷
advertisement
আরও পড়ুন-‘মিরর সেলফি’-তে এ কী দেখালেন ইলিয়ানা! দেখে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা
আরও পড়ুন-বিয়ের এত আগে ঐশ্বর্যর সিঁথিতে সিঁদুর, করণের জন্মদিনে ছবি ভাইরাল হতেই তোলপাড়, ব্যাপারটা কী?
ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের যে নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা। রাজনৈতিক চরিত্র থেকে, রূপোলি পর্দার অভিনেতা- অভিনেত্রী, খেলোয়াড়, সবাইকে নিয়েই বায়োপিকে মজেছে বলিউড। এর আগেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকও বক্সঅফিসে সাড়া ফেলেছিল। সচীন তেন্ডুলকরের তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। এবার পালা ‘দাদা’র। আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। সবচেয়ে বড় বিষয় হল,সৌরভ গাঙ্গুলির বায়োপিকে কে অভিনয় করেছেন,তা নিয়েই উত্তাল নেটদুনিয়া। অনেকদিন ধরেই মহারাজার বায়োপিক নিয়ে জল্পনা চলছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করতে গেলে যে একাধিক চ্যালেঞ্জ নিতে হবে। সৌরভকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার বায়োপিকে কাকে দেখতে চান?সৌরভের উত্তর ছিল রণবীর কাপুর। যদিও প্রাক্তন অধিনায়কের মুখ্য ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে এখনও জল্পনা বাড়ছে অনুরাগী মহলে।