TRENDING:

Mithai : হাল্কা সাজে চিতৈ পিঠে থেকে শাড়ির সঙ্গে উঁচু হিলের জুতোয় ঘনিষ্ঠ নাচ, মিঠাই অপ্রতিরোধ্য

Last Updated:

‘মিঠাই’ (Mithai) কি পারবে বাকি সকলের থেকে ভাল পিঠে তৈরি করে তাক লাগিয়ে দিতে? গোপাল কি এ বারও ভরসা হবেন তার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সুতির শাড়ি, ছোট্ট টিপ, তার পর হাল্কা লিপস্টিকের কথা প্রথমে মনে ছিল না ৷ তাই কেমন যেন সাজ অসম্পূ্র্ণ মনে হচ্ছিল ৷ ঠোঁটে লিপস্টিকের হাল্কা পরশ বুলিয়েই মিঠাই রেডি! ‘বেস্ট এমপ্লয়ি’ প্রতিযোগিতার মঞ্চে যেতে ৷
advertisement

সেখানে তৈরি হবে চিতৈ পিঠে ৷ যাঁরা সবথেকে ভাল স্বাদের পিঠে তৈরি করবেন, তাঁরাই জিতে নেবেন বরাত ৷ তাই মিঠাইয়ের কাছে এটা সম্মানের যুদ্ধ ৷

বিশেষ পর্বের শ্যুটিং হচ্ছে স্টুডিয়োর বাইরে এক বিশেষ জায়গায় ৷ সেখানেই দেখা গেল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) এবং সিদ্ধার্থ ওরফে আদৃত রায়কে (Adrit Roy) ৷ বিশেষ সেই জায়গায় তৈরি হয়েছে প্রতিযোগিতার মঞ্চ ৷ বড় বড় পাত্রে মিঠাই নিয়ে গিয়েছে চিতৈ পিঠে তৈরির উপকরণ ৷

advertisement

‘মিঠাই’ (Mithai) কি পারবে বাকি সকলের থেকে ভাল পিঠে তৈরি করে তাক লাগিয়ে দিতে? গোপাল কি এ বারও ভরসা হবেন তার? হ্যাঁ, গোপালের আশীর্বাদে আরও একবার সসম্মানে উত্তীর্ণ মিঠাই ৷ তার তৈরি পিঠেই টেক্কা দিয়েছে বাকিদের ৷

ঠিক সেরকমই দীর্ঘ দিন ধরে এই ধারাবাহিক টেক্কা দিয়ে আসছে বাকিদের ৷ টিআরপি তালিকার শীর্ষে থাকতে থাকতে একের পর এক চমক উপহার দিচ্ছে ধারাবাহিকটি ৷ সম্প্রতি এক পর্বে শ্রীদেবীর মতো ‘হাওয়া হাওয়াই’ নেচে বাজিমাত করেছে মিঠাই৷ তাঁর ফ্যানপেজে এখন স্বয়ং শ্রীদেবীর সঙ্গে তাঁর তুলনা চলছে ৷ চমকের শেষ এখানেই নয় ৷ শাড়ির সঙ্গে হাই হিল জুতো জীবনে প্রথম বার পরে সিদ্ধার্থর সঙ্গে নেচে পার্টি জমিয়ে দিয়েছে মিঠাই ৷

advertisement

সেখানে তোর্সা চেয়েছিল ‘মিষ্টি বিক্রি করা গ্রাম্য’ মিঠাইকে হেয় করতে ৷ কিন্তু সিদ্ধার্থ-মিঠাইয়ের ঘনিষ্ঠ নাচ দেখে তার নিজের ঈর্ষার পারদই বেড়ে গেল কয়েক গুণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মিঠাইয়ের সংগ্রামে যেন পাশে থাকেন দর্শকরা, সামাজিক মাধ্যমে সেই অনুরোধ জানিয়েছেন মিঠাই-সিড, দু’জনেই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithai : হাল্কা সাজে চিতৈ পিঠে থেকে শাড়ির সঙ্গে উঁচু হিলের জুতোয় ঘনিষ্ঠ নাচ, মিঠাই অপ্রতিরোধ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল