সেখানে তৈরি হবে চিতৈ পিঠে ৷ যাঁরা সবথেকে ভাল স্বাদের পিঠে তৈরি করবেন, তাঁরাই জিতে নেবেন বরাত ৷ তাই মিঠাইয়ের কাছে এটা সম্মানের যুদ্ধ ৷
বিশেষ পর্বের শ্যুটিং হচ্ছে স্টুডিয়োর বাইরে এক বিশেষ জায়গায় ৷ সেখানেই দেখা গেল মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) এবং সিদ্ধার্থ ওরফে আদৃত রায়কে (Adrit Roy) ৷ বিশেষ সেই জায়গায় তৈরি হয়েছে প্রতিযোগিতার মঞ্চ ৷ বড় বড় পাত্রে মিঠাই নিয়ে গিয়েছে চিতৈ পিঠে তৈরির উপকরণ ৷
advertisement
‘মিঠাই’ (Mithai) কি পারবে বাকি সকলের থেকে ভাল পিঠে তৈরি করে তাক লাগিয়ে দিতে? গোপাল কি এ বারও ভরসা হবেন তার? হ্যাঁ, গোপালের আশীর্বাদে আরও একবার সসম্মানে উত্তীর্ণ মিঠাই ৷ তার তৈরি পিঠেই টেক্কা দিয়েছে বাকিদের ৷
ঠিক সেরকমই দীর্ঘ দিন ধরে এই ধারাবাহিক টেক্কা দিয়ে আসছে বাকিদের ৷ টিআরপি তালিকার শীর্ষে থাকতে থাকতে একের পর এক চমক উপহার দিচ্ছে ধারাবাহিকটি ৷ সম্প্রতি এক পর্বে শ্রীদেবীর মতো ‘হাওয়া হাওয়াই’ নেচে বাজিমাত করেছে মিঠাই৷ তাঁর ফ্যানপেজে এখন স্বয়ং শ্রীদেবীর সঙ্গে তাঁর তুলনা চলছে ৷ চমকের শেষ এখানেই নয় ৷ শাড়ির সঙ্গে হাই হিল জুতো জীবনে প্রথম বার পরে সিদ্ধার্থর সঙ্গে নেচে পার্টি জমিয়ে দিয়েছে মিঠাই ৷
সেখানে তোর্সা চেয়েছিল ‘মিষ্টি বিক্রি করা গ্রাম্য’ মিঠাইকে হেয় করতে ৷ কিন্তু সিদ্ধার্থ-মিঠাইয়ের ঘনিষ্ঠ নাচ দেখে তার নিজের ঈর্ষার পারদই বেড়ে গেল কয়েক গুণ৷
একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মিঠাইয়ের সংগ্রামে যেন পাশে থাকেন দর্শকরা, সামাজিক মাধ্যমে সেই অনুরোধ জানিয়েছেন মিঠাই-সিড, দু’জনেই ৷