ফলে অভিনয়ের অঙ্গ হিসেবেই রথ টানলেন সৌমিতৃষা (Soumitrisha Kundoo) ৷ সঙ্গে ছিল পুজোপাঠ এবং কৃষ্ণনামও ৷ মনের ইচ্ছে পূর্ণ হওয়ায় সৌমিতৃষার উপলব্ধি, সময়ের অভাব থাকলেও মনে ভক্তি থাকলে ঈশ্বরের কাছে তা পৌঁছয় ৷ সেটে তিনি যে রথ টানছেন, সেই ভিডিয়োও শেয়ার করেছেন সৌমিতৃষা ৷
advertisement
বাংলা বিনোদন জগতে ধারাবাহিকগুলির মধ্যে দীর্ঘ দিন ধরে ‘মিঠাই’ এক নম্বরে ৷ সকলকে টেক্কা দিয়ে দর্শকদের পছন্দতালিকার শীর্ষে সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়ের রসায়ন ৷ এর আগে ‘এ আমার গুরুদক্ষিণা’, ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘গোপালভাঁড়’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিতৃষা ৷ আপাতত ‘মিঠাই’ পরিচয়ের আড়ালে চাপা পড়ে গিয়েছে তার প্রকৃত নাম ৷
বারাসতের মেয়ে সৌমিতৃষা সামাজিক মাধ্যমেও খুবই জনপ্রিয় ৷ পর্দার বাইরেও মিঠাই মিষ্টি খেতে ভালবাসেন . এই ধারাবাহিকের জন্য সময় নিয়ে নিজেকে তৈরি করেছেন তিনি ৷ ময়রার কাছে শিখতে হয়েছে কীভাবে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করতে হয় ৷ আয়ত্ত করেছেন জিলিপি, মনোহরা-সহ সব মিষ্টি তৈরির প্রণালীও ৷
মডেলিং করতে করতেই সুযোগ পেয়েছেন ধারাবাহিকে৷ গর্ব করে বলেন, আজ অবধি কোনও চরিত্রের জন্য তাঁকে অডিশন দিতে হয়নি ৷ অভিনয়ের পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনাও ৷ মিঠাইয়ের হাতে মিষ্টিমুখ না করলে টেলিদর্শকদের সন্ধ্যা এখন কার্যত মাটি ৷