TRENDING:

Sonakshi Sinha Pregnant: সদ্য বিয়ে হল, এখনই মা হতে চলেছেন সোনাক্ষী? স্বামীর সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা

Last Updated:

পোলকা ডট পোশাকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্য ভেসে আসে, "উনি কি সন্তানসম্ভবা?" ভক্তরা কৌতূহলী তাঁর চেহারার পরিবর্তন দেখেই। অনেক অভিনেত্রীকেই তাঁদের গর্ভাবস্থায় পোলকা ডট ডিজাইনের পোশাক পরতে দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডে গুঞ্জন, মা হতে চলেছেন সোনাক্ষী সিনহা? ঢিলেঢালা পোশাকে যেন স্পষ্ট হয়ে উঠেছিল স্ফীতোদর। তাতেই জল্পনা প্যাপারাৎজির। গত মাসেই সদ্য চার হাত এক হয়েছে সোনাক্ষী এবং জাহির ইকবালের। দীর্ঘ ৭ বছর প্রেমের সম্পর্কে থাকার পর দাম্পত্য শুরু করেছেন তাঁরা। এরই মধ্যে কি সুখবর দিতে চলেছেন নব দম্পতি?
মা হতে চলেছেন সোনাক্ষী?
মা হতে চলেছেন সোনাক্ষী?
advertisement

সম্প্রতি এক ভিডিওতে একসঙ্গে ধরা দিলেন সোনাক্ষী এবং জহির। রেস্তোঁরা থেকে বেরিয়ে আসছেন জুটিতে, তখনই ক্যামেরাবন্দি হন মুম্বইয়ে। পোলকা ডট পোশাকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই মন্তব্য ভেসে আসে, “উনি কি সন্তানসম্ভবা?” ভক্তরা কৌতূহলী তাঁর চেহারার পরিবর্তন দেখেই। অনেক অভিনেত্রীকেই তাঁদের গর্ভাবস্থায় পোলকা ডট ডিজাইনের পোশাক পরতে দেখা গিয়েছে। অনুষ্কা শর্মাও যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন প্রথম, পোলকা ডট ছাপের পোশাকই পরেছিলেন। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি সোনাক্ষী বা জাহির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভারতের মহিলা ক্রিকেট দলে সচিন! তাও আবার বাঙালি! অনেকেই চেনেন না তাঁকে
আরও দেখুন

জাহিরকে বিয়ে করে পরম সুখে আছেন, এ কথা এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানিয়েছেন সোনাক্ষী। তাঁর কথায়, “জাহিরের কাছে আসতে পেরে মনে হয় নিজের বাড়ি এসেছি।” আরও জানান, তাঁরা বরাবরই ভাল বন্ধু ছিলেন। আরও আগে বিয়ে করেননি কেন তা-ই ভাবেন। ‘হীরামান্ডি’র অভিনেত্রী বলেন, “আমি অত্যন্ত খুশি কারণ, যার অপেক্ষা ছিল, তা-ই হয়েছে আমার জীবনে। যেখানে থাকার কথা ছিল সেখানেই আছি। এর চেয়ে ভাল আর কখনও ছিলাম না।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonakshi Sinha Pregnant: সদ্য বিয়ে হল, এখনই মা হতে চলেছেন সোনাক্ষী? স্বামীর সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল