TRENDING:

শেষযাত্রায় খৈয়ামকে কাঁধ দিলেন সোনু নিগম, দেখুন ভিডিও

Last Updated:

প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। 'কভি কভি', 'উমরাও জান'-এর মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালক খৈয়াম।
advertisement

সঙ্গীত পরিচালক খৈয়ামের শেষযাত্রায় হাজির ছিলেন গায়ক সোনু নিগমও ৷ তবে শুধুই হাজির নয়, প্রয়াত সঙ্গীত পরিচালকের শবদেহকে কাঁধ দিয়েছেন সোনু ৷

খৈয়ামের সুরের এক আলাদা মাহাত্ম্য ছিল ৷ তাঁর সুর সময়কালে আটকে নয় ৷ আর তাই তো আশা ভোঁসলে থেকে কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, হালফিলে শ্রেয়া ঘোষালও গায় গেয়েছেন খৈয়ামের সুরে ৷ অন্যদিকে খৈয়ামের সুরে এক চেটিয়া গান গেয়েছেন মহম্মদ রফি ৷ বলা ভালো রফির সবচেয়ে বেশি জনপ্রিয় গানগুলিই হল খৈয়ামের সুরে ৷ যেমন, ‘জানে কিয়া ঢুনতে রেহতি হ্যায় ইয়ে আঁখে’, ‘চল চলা চল চলা ঘর হ্যায় অন্ধেরা ৷’-এর মতো জনপ্রিয় গান ৷

advertisement

এমনিতেই রফি কণ্ঠী হিসেবে জনপ্রিয় সোনু নিগম ৷ আর তাই তো রিমিক্সের জমানায় রফি ও খৈয়ামের জনপ্রিয় গানে ফের গেয়ে উঠেছিলেন সোনু ৷ শুধু তাই নয়, বেশ কিছু গজলের প্রাইভেট অ্যালবামেও সোনু গান গেয়েছিলেন খৈয়ামের সুরে ৷

advertisement

View this post on Instagram

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

His great music

বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষযাত্রায় খৈয়ামকে কাঁধ দিলেন সোনু নিগম, দেখুন ভিডিও