তবে ভক্তদের চিন্তার কথা মাথায় রেখে নিজেই সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য আপডেট দিলেন গায়ক কবীর ৷ হাসপাতাল থেকে নিজের শারীরিক আপডেট দিয়ে কবীর সুমন লেখেন- ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।’ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷
advertisement
কবীর সুমনের এই পোস্ট দেখেই একটু হলেও নিশ্চিন্ত হয়েছেন তাঁর অনুরাগীরা৷ গায়কের এই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি
ঠিক কী হয়েছে গানওয়ালার৷ দুটি ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ৷ এমনকি হার্টের পাম্পিং রেট খুব খারাপ৷ তবে রাতে ঘুম হয়েছে এবং জ্ঞান রয়েছে,কথাও বলছেন তিনি৷ এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি রয়েছেন কবীর সুমন। মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন এবং কার্ডিওলজির আন্ডারে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা সবরকম ভাবেই চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন গানওয়ালা। পাশাপাশি উচ্চ রক্তচাপেরও সমস্যা রয়েছে। ইতিমধ্যেই নানারকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে৷ তবে এখনও পর্যন্ত জ্ঞান রয়েছে গায়কের৷ তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এই প্রার্থনা করেছেন সমস্ত অনুরাগীরা৷