TRENDING:

Kabir Suman Health Update: 'শিগগিরি সেরে উঠব, চিন্তা করবেন না', CCU-থেকে ভক্তদের বার্তা গানওয়ালা কবীর সুমনের

Last Updated:

Kabir Suman Health Update: হাসপাতাল থেকে নিজের শারীরিক আপডেট দিয়ে কবীর সুমন লেখেন- 'শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না ৷ একের পর এক খারাপ খবরে সকলের মন ভারাক্রান্ত৷ ২০২৪ সালের শুরুটা মোটেই ভাল নয়৷ কেউ গুরুতর অসুস্থ, কেউ আবার চিরতরে ছেড়ে চলে যাচ্ছেন৷ এর মধ্যেই গত সোমবার অর্থাৎ ২৯ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন কবীর সুমন৷ তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করানো হয় গানওয়ালাকে৷ এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ভর্তি হন৷ এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ এখন কেমন আছেন সকলের প্রিয় গায়ক, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা৷
advertisement

তবে ভক্তদের চিন্তার কথা মাথায় রেখে নিজেই সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্য আপডেট দিলেন গায়ক কবীর ৷ হাসপাতাল থেকে নিজের শারীরিক আপডেট দিয়ে কবীর সুমন লেখেন- ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।’ ঝড়ের গতিতে এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷

advertisement

কবীর সুমনের এই পোস্ট দেখেই একটু হলেও নিশ্চিন্ত হয়েছেন তাঁর অনুরাগীরা৷ গায়কের এই পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷

আরও পড়ুন-                   একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                স্পষ্ট ‘বেবিবাম্প’! বিয়ের ১০ মাসেই ঘটা করে সাধ খেলেন মোহর, হবু মা-কে আলিঙ্গন দুর্নিবারের, রইল ছবি

advertisement

ঠিক কী হয়েছে গানওয়ালার৷ দুটি ফুসফুসের অবস্থা অত্যন্ত খারাপ৷ এমনকি হার্টের পাম্পিং রেট খুব খারাপ৷ তবে রাতে ঘুম হয়েছে এবং জ্ঞান রয়েছে,কথাও বলছেন তিনি৷ এই মুহূর্তে কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি রয়েছেন কবীর সুমন। মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন এবং কার্ডিওলজির আন্ডারে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা সবরকম ভাবেই চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছেন গানওয়ালা। পাশাপাশি উচ্চ রক্তচাপেরও সমস্যা রয়েছে। ইতিমধ্যেই নানারকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে৷ তবে এখনও পর্যন্ত জ্ঞান রয়েছে গায়কের৷ তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন এই প্রার্থনা করেছেন সমস্ত অনুরাগীরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kabir Suman Health Update: 'শিগগিরি সেরে উঠব, চিন্তা করবেন না', CCU-থেকে ভক্তদের বার্তা গানওয়ালা কবীর সুমনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল