কবীর সুমন শুধু সঙ্গীত শিল্পী নন, তিনি বাংলা সঙ্গীত জগতের এক দিকপাল৷ বাংলা সঙ্গীতে তিনি পরিবর্তন ঘটিয়েছেন৷ সুমনের সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালির প্রেম-বিচ্ছেদ-বিরহ। বলা ভাল বাঙালির গোটা যাপনটার সঙ্গেই জুড়ে আছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি তালিম নিয়েছেন মার্গ সঙ্গীতের৷ মার্গ সঙ্গীত নিয়ে এবার নতুন সৃষ্টিতে আজও মেতে ওঠেন তিনি৷ ‘বাংলা খেয়াল’ তাঁর প্রাণের চাইতেও প্রিয়৷ ধর্মতলার প্রতিবাদী মঞ্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রতিবাদ মিছিল কোথায় না দেখা গিয়েছে তাঁকে। বয়সের ভারে ন্যুব্জ সুমন আজও পারেন প্রেক্ষাগৃহ ভর্তি লোককে পাগল করে তুলতে৷ একটা সময়ে প্রত্যক্ষ রাজনীতিতে এলেো পরে আর কোনও নির্বাচনে প্রার্থী হননি তিনি।
advertisement
এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছেন তিনি। আগেও শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে৷ দীর্ঘদিন তিনি হাঁপানির সমস্যায় ভুগছেন৷ এই মুহূর্তে শিল্পীর অবস্থা আশঙ্কাজনক।