চমকে যাবেন না ৷ দীপিকা ও রণবীরের সম্পর্ক আপাতত ঠিকই আছে ৷ দিব্য আছেন নতুন সংসারে ৷ আসলে এই গপ্পোটা হল একেবারেই ফিল্মি ৷ রণবীরের সঙ্গে জুটি বেঁধে রোহিত শেট্টির নতুন ছবি ‘শিম্বা’তে দেখা যাবে সারা আলি খানকে ৷ আর এই ছবিরই একটা গানে দু’জন, দু’জনকে চোখ মেরে ফেললেন !
advertisement
আর মারবেন নাই বা কেন? ছবির গানেই তো রয়েছে চোখ মারার কথা ! গপ্পোটা হল, ৯০ দশকের জনপ্রিয় ছবি ‘তেরে মেরে স্বপ্নে’-র ‘আঁখ মারে’ গানটির রিমিক্স ব্যবহার করা হয়েছে শিম্বা ৷ এই রিমিক্সেই একসঙ্গে নাচতে দেখা গেল রণবীর ও সারা আলি খানকে ৷ শুধু তাই নয়, এই রিমিক্সে দেখা গেল করণ জোহরকে ৷ রয়েছে ‘গোলমাল’ ছবির গোটা টিম অর্থাৎ তুষার কাপুর, কুণাল খেমু, আরসাদ ওয়ারসি, শ্রেয়স তলপড়েও !
advertisement
দেখুন সেই গান----
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2018 6:55 PM IST